শামীম হকের প্রার্থিতা বাতিল

শামীম হক। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩ | ১১:১৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ | ১২:১২
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত শামীম হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। বুধবার ইসিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে তাঁর প্রার্থিতার বৈধতা নিয়ে শুনানি হয়। পরে শুনানি স্থগিত রেখে ইসি শুক্রবার রায়ের দিন নির্ধারণ করে।
আইন অনুযায়ী দ্বৈত নাগরিক প্রমাণ হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারবেন শামীম হক।
- বিষয় :
- প্রার্থিতা বাতিল
- ফরিদপুর-৩
- শামীম হক