ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশকে দায়িত্ব নিতে হবে

সাক্ষাৎকার : রেজাউল করিম চৌধুরী

ফুটপাত দখলমুক্ত রাখতে  পুলিশকে দায়িত্ব নিতে হবে

রেজাউল করিম চৌধুরী মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ০০:৩৩

‘ফুটপাত দখলমুক্ত করতে পুলিশকে মনিটরিং করতে হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে বহুবার উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদের দিনকয়েক পর আবারও অবৈধ দখলদাররা বসে যায়। আবার উৎখাত করা হয়। তাই স্থায়ী সমাধানে পুলিশকেও দায়িত্ব নিতে হবে। প্রত্যেক থানাকে দায়িত্ব দিতে হবে। যাতে তারা বসতে না পারে। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।’ নগরীর সড়ক নিরাপত্তার বিষয়ে উপরিউক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, ‘পথচারীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিতে বেশ কয়েকটি পদচারী সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। প্রত্যেক মোড়ে পদচারী সেতু করা হবে। মিড আইল্যান্ড আরও উঁচু করা হবে। রাস্তায় লাগানো স্টিকার দৃশ্যমান করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই এর কাজ শুরু হয়ে যাবে। নাগরিক সমস্যা সমাধানে ডিজিটাল সলিউশন আনার চেষ্টা করছি আমি। এর অংশ হিসেবে যানজট কমাতে আগ্রাবাদে পে-পার্কিং চালু করা হলো। এ পাইলট প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নগরে আরও পে-পার্কিং স্পট চালু করা হবে। ইতোমধ্যে নগরের ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে তিনটি ওয়ার্ডে ঝুলন্ত তারকে মাটির নিচে নিয়ে যাওয়া হচ্ছে।
মেয়র বীর মুক্তিযুদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে। আইন প্রয়োগে ট্রাফিক পুলিশকে আরও কঠোর হতে হবে। রাস্তা থেকে ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধ করতে হবে। 


পথচারীকে সচেতন করতে হবে। জেব্রা ক্রসিং ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’ 
তিনি আরও বলেন, ‘চালকদের প্রতিযোগিতা কমিয়ে আনতে গণপরিবহনকে অবশ্যই কোম্পানি ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। আর তাতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। গণপরিবহনকে কোম্পানি ফরম্যাটে নিয়ে যেতে ট্রাফিক বিভাগকে সহযোগিতা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বদা প্রস্তুত। একে অপরকে দোষারোপ করে কোনো সমস্যার সমাধান হতে পারে না। সবাইকে দায়িত্ব নিতে হবে। একজন নাগরিক হিসেবে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে হবে। তাহলেই সমাধান বের হয়ে আসবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ (সিএমপি) প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। একটা শহরকে শৃঙ্খলায় আনতে হলে সেখানে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবাইকে একই সিদ্ধান্তে উপনীত হতে হবে। সকল দায়িত্বশীল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে আলাপ-আলোচনার মাধ্যমে শহরকে শৃঙ্খলাবদ্ধ করতে যেকোনো কার্যকলাপ গ্রহণ করতে হবে। তা না হলে শৃঙ্খলা আনয়ন সম্ভব নয়।ত হবে। যাতে তারা বসতে না পারে। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।’

আরও পড়ুন

×