বিবিএ পাস রিকশাচালক আমিরের কষ্টের কাহিনি

রিকশাচালক আমির হোসেন সমকাল
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৫ | ০০:১২
ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে ভালো চাকরি করবেন। অভাব দূর করবেন বৃদ্ধ মা-বাবার। চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করে চাকরি নেন এনজিওতে। পরিবারের চাপে করেন বিয়ে। বিয়ের পর খরচ বেড়ে যাওয়ায় ছেড়ে দেন অল্প টাকার চাকরি। আয় বাড়াতে ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতে শুরু করেন। বছর পাঁচেক পর কিস্তিতে নিজেই একটি অটোরিকশা কেনেন। এখনও কিস্তির টাকা বাকি রয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। কিন্তু সম্প্রতি উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি চুরি হয়ে গেছে। এতে দিশেহারা উচ্চশিক্ষিত এই তরুণ। থানায় অভিযোগ দেওয়ার পরও উদ্ধার হয়নি তার অটোরিকশাটি। এখন বেকার বসে আছেন, অনাহারে-অর্ধাহারে কাটছে দিন। বলছিলাম সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের মীর পাড়ার বাসিন্দা আবুল হোসেনের ছেলে আমির হোসেনের (২৩) কথা। পরিবারে তার মা-বাবা, স্ত্রী ও ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
আমির হোসেন বলেন, ‘২০১৭ সালে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ সম্পন্ন করার পর চাকরি পাই একটি বেসরকারি সংস্থায়। ২০১৮ সালের শেষের দিকে বেতন কম হওয়ায় ওই চাকরি ছেড়ে দিয়ে ভাড়ায় অটোরিকশা চালাতে থাকি। ২০২৩ সাল এভাবেই চলছিল জীবিকা। ওই বছরের শেষের দিকে সাড়ে ৫ লাখ টাকা আসল ও ১ লাখ ২০ হাজার টাকা লাভসহ মোট সাড়ে ৬ লাখ টাকা দিয়ে একটি অটোরিকশা কিনি। এখনও ১ লাখ ৭০ হাজার ঋণ বাকি। গত ২৩ মে রাতে আমার অটোরিকশাটি চুরি হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘বাড়ির সামনের একটি গ্যারেজে তালাবদ্ধ করে সিএনজিচালিত অটোরিকশাটি রেখেছিলাম। পরদিন দেখি গ্যারেজের দরজার তালা ভাঙা। ২৪ মে আমি বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও অটোরিকশাটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এমন পরিস্থিতিতে পাঁচ সদস্যের পরিবার নিয়ে আমি অকূল সাগরে পড়ে গেছি।’
আমির বলেন, ‘অটোরিকশা চালিয়ে যে টাকা উপার্জন করতাম সেটা দিয়ে আমার সংসার চলত। গাড়িটি চুরির পর থেকে দুর্বিষহ জীবনযাপন করছি। অর্ধাহারে-অনাহারে দিন কাটছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমার গাড়িটি যেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হয়।’
কাঞ্চনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সৈয়দ মোস্তফা কামাল হিরু বলেন, ‘আমির হোসেন একজন উচ্চশিক্ষিত তরুণ। সে বিবিএ পাস করে পরিবারের ভরণপোষণের জন্য অটোরিকশা চালাত। সম্প্রতি তার গাড়িটি চুরি হয়ে যাওয়ায় সে খুবই অর্থ কষ্টে রয়েছে। এ দুঃসময়ে স্থানীয় প্রশাসনের উচিত আমিরের পাশে দাঁড়ানো।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা প্রায় সময় রাতে কাঞ্চনা ইউনিয়নের দিকে টহলে যাই। সেখানকার সিএনজিচালিত অটোরিকশা চালকরা রাতে বাড়ির বাইরে ও রাস্তার পাশে তাদের গাড়িগুলো ফেলে রেখে ঘুমিয়ে যান। আমরা বিভিন্ন সময় তাদের সতর্ক করেছি। সম্প্রতি আমির হোসেন নামের এক চালকের গাড়ি চুরি হয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গাড়িটি উদ্ধারে ওই এলাকার সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করছি, শিগগিরই তার গাড়িটি উদ্ধার করতে সক্ষম হবো।’
- বিষয় :
- রিকশাচালক