মানব সেবায় ছুটে চলা তরুণ

এতিমখানার শিশুদের সঙ্গে আফজাল খান
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ০৫:১৫ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ১১:২২
আফজাল খান। কুমিল্লার লাকসাম উপজেলার ফুলহরা গ্রামে তাঁর বেড়ে ওঠা। সরকারি চাকরিজীবী এই তরুণ একটু ফুরসত পেলেই ছুটে চলেন সুবিধাবঞ্চিত মানুষের কাছে। বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার ও পোশাক পৌঁছে দেওয়াসহ চিকিৎসা খরচ বহন করেন এই মানবিক তরুণ।
গ্রামে বড় হওয়ায় ছোট থেকেই আফজাল দেখেছেন প্রকৃতির সঙ্গে লড়াই করে মানুষের বেঁচে থাকার দৃশ্য। খুব কাছ থেকে উপলব্ধি করেছেন অসহায় হতদরিদ্র মানুষের আর্তনাদ। তখন থেকেই ঠিক করেন নিজের একটা অবস্থান তৈরি হলেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সেই লক্ষ্যে ২০১৭ সালে জাগবে স্বপ্ন বাঁচবে মানবতা–এই স্লোগানে গড়ে তোলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন। এই সংগঠন স্বপ্ন দেখে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন।
এছাড়াও স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, দুর্গাপূজায় বস্ত্র বিতরণ, ঈদুল ফিতরে বস্ত্র বিতরণ, ঈদুল আজহা উপলক্ষে মাংস বণ্টন, বৃক্ষরোপণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, হতদরিদ্র শিশুদের জন্য শিক্ষাসামগ্রী এবং স্কুল থেকে ঝরে পড়া সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের শিক্ষা ও সুরক্ষায় সহায়তাসহ ১২টি প্রজেক্ট নিয়ে কাজ করছে সংগঠনটি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন।
সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আফজাল খান বলেন, ‘মানবিক কাজের মধ্যে অন্যরকম প্রশান্তি আছে। যখন কোনো অসহায় হতদরিদ্র মানুষকে সাহায্যের মাধ্যমে তার মুখে হাসি ফোটাতে পারি তখন হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। এই প্রশান্তি আর কোথাও পাই না। যদিও এই কার্যক্রমে আর্থিক সংকট তবুও চেষ্টা করছি নিজেদের সর্বোচ্চটা দিয়ে। আগামীতে আমাদের এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাই। কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে– এটা খুবই ইতিবাচক দিক।’
- বিষয় :
- বৃদ্ধাশ্রম
- এতিমখানা
- স্বেচ্ছাসেবী সংগঠন