আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সুহৃদের আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

আলোচনা ও কুইজ প্রতিযোগিতা শেষে অতিথিদের সঙ্গে বিজয়ীরা- সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:১০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:২৯
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও শিক্ষার্থীদের বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে মিরপুর সুহৃদ সমাবেশের সদস্যরা আয়োজন করেন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কুইজ প্রতিযোগিতা-২০২৪’।
মিরপুরের ইব্রাহীমপুর সালাহউদ্দিন শিক্ষালয়ে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। প্রতিযোগিতা শেষে শ্রেণিভিত্তিক সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে মেডেল এবং অশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়।
মিরপুর সুহৃদের উপদেষ্টা, শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নার্গিস সুলতানা, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান, মহাখালী সুহৃদ সমাবেশের সভাপতি মো. আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, লেখক রুনা লায়লাসহ শিক্ষকরা।
আলোচনা পর্বে নার্গিস সুলতানা বলেন, ‘১৯৯৯ সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাদেশে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হতো। এ ইতিহাস তরুণদের অনেকেরই অজানা।আন্দোলনের প্রেক্ষাপট তৈরির পেছনে রয়েছে আরও অনেক সংগ্রামের ইতিহাস। তাই আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। ভাষা নিয়ে এমন আয়োজন নিয়মিত হওয়া দরকার।’
মশিউর রহমান বলেন, ‘১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল। এর আগেই আসলে শুরু হয়েছিল ভাষা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা কিংবা বিতর্ক। ভাষাসৈনিক আবদুল মতিন ও আহমদ রফিক তাদের ভাষা আন্দোলন-ইতিহাস ও তাৎপর্য বইয়ে দেশভাগের আগেই চল্লিশের দশকের শুরুতেই সাহিত্যিকরা বিষয়টি নিয়ে কথা বলেছেন। আমরা শিক্ষার্থীদের মধ্যে ভাষা গুরুত্ব ও প্রয়োজনীতার পাশাপাশি ভাষা দিবস সম্পর্কে জানাতে চাই– এ লক্ষ্যেই আজকের আয়োজন।’
এ ছাড়া আলোচনায় ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষাশহীদদের আত্মত্যাগ, বাংলা ভাষার তাৎপর্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে মিরপুরের সুহৃদদের মধ্যে উপস্থিত ছিলেন– সভাপতি তানভীর রহমান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বি, দপ্তর সম্পাদক সানজিদা আকন্দ মুন, অর্থ সম্পাদক রাইসুল ইসলাম ও নাজমুস সাকিব, ক্রীড়া সম্পাদক মো. সামির চৌধুরী প্রমুখ।
মিরপুর সুহৃদ সমাবেশ আয়োজিত অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল ‘বঙ্গবন্ধু বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি পরিষদ (বেসকো)’।
মির্জা জীম
সাধারণ সম্পাদক, সুহৃদ সমাবেশ, মিরপুর