ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আইনি পরামর্শ

পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার

পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার

ব্যারিস্টার সাদিয়া আরমান

ব্যারিস্টার সাদিয়া আরমান

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ০৭:২৩ | আপডেট: ১০ মার্চ ২০২৪ | ১১:৩৮

আমার কোনো ভাই নেই। আমরা দুই বোন। বাবা সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন। বাবার চাকরি ও অসুস্থতার কারণে চাচার ছেলেরা আমাদের সম্পত্তি দেখাশোনা করে আসছেন। আমাদের আশঙ্কা, বাবার মৃত্যু হলে তারা আমাদের ওই সম্পত্তির অধিকার দেবেন না; কারণ আমাদের কোনো ভাই নেই। আমার বাবা যদি জীবিত অবস্থায় সব সম্পত্তি আমাদের দুই বোন ও মায়ের মধ্যে ভাগ করে দিতে চান, তাহলে তা কি সম্ভব? আইনগত পরামর্শ চাইছি।
শারমিন (ছদ্মনাম), কুমিল্লা

প্রিয় শারমিন
মুসলিম পারিবারিক সম্পত্তি আইন অনুযায়ী, আপনার বাবার মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা একটি নির্দিষ্ট আনুপাতিক হারে সম্পত্তির ভাগ পাবেন। আপনারা দুই বোন প্রতিজন বাবার সম্পত্তির এক-তৃতীয়াংশ করে ভাগ পাবেন; দু’জন মিলে পাবেন দুই-তৃতীয়াংশ ভাগ। আপনার মা সম্পত্তির এক-অষ্টমাংশ ভাগ পাবেন। বাকি অংশটুকু ফুফু-চাচারা পাবেন। ফুফু-চাচাদের অবর্তমানে তাদের সন্তানরা পাবেন। তার মানে ফুফু-চাচারা ১-(২/৩ + ১/৮) = ১- ( ১৯/২৪) = ৫/২৪ অংশ সম্মিলিতভাবে পাবেন।
তবে আপনার বাবা ইচ্ছা করলে তাঁর জীবদ্দশায় সম্পত্তি ভাগবাটোয়ারা করতে পারবেন। এখানে ভাগের কোনো নিয়ম নেই। সম্পত্তি তাঁর, যাকে যেভাবে দিতে চান, নিজের খুশিমতো দিয়ে যেতে পারেন। আপনার বাবা ইচ্ছা করলে গোটা সম্পত্তি আপনার মা ও দুই বোনের মধ্যে হেবা করে দিতে পারেন। মৌখিক হেবার জন্য দু’জন সাক্ষী রাখতে হবে। তবে রেজিস্ট্রেশন আইন ১৯০৮ অনুযায়ী, হেবা ঘোষণা রেজিস্ট্রার করতে হবে ভূমি সাব-রেজিস্ট্রার অফিসে।

তারপর ভূমি রেকর্ড অফিসে গিয়ে আপনি, আপনার মা ও বোনের নামে পর্চা করলে চাচাতো ভাইয়েরা ব্যাপারটা বুঝতে পারবেন, এখন ওই জমি আপনাদের দখলে চলে গেছে। 
[email protected]

আরও পড়ুন

×