হরিজন কলোনিতে কান্না-ক্ষোভ

রাজধানী ঢাকার মিরনজিল্লা হরিজন কলোনিতে কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান শুরু করে। বুলডোজার দিয়ে রাস্তার পাশের কাঁচাবাজারসহ হরিজনদের অর্ধশতাধিক ঘর ভেঙে ফেলা হয়। কান্না আর ক্ষোভ সঞ্চারিত হয় হরিজনদের মধ্যে। গত ১১ জুন হরিজন কলোনিতে গিয়ে দেখ
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ১০:২০
রাজধানী ঢাকার মিরনজিল্লা হরিজন কলোনিতে কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান শুরু করে। বুলডোজার দিয়ে রাস্তার পাশের কাঁচাবাজারসহ হরিজনদের অর্ধশতাধিক ঘর ভেঙে ফেলা হয়। কান্না আর ক্ষোভ সঞ্চারিত হয় হরিজনদের মধ্যে। গত ১১ জুন হরিজন কলোনিতে গিয়ে দেখা যায়, নারী, পুরুষ, শিশু, যুবা, বৃদ্ধসহ কলোনিবাসী বুলডোজারের সামনে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছেন। ছবি:: সাইফুল আমিন কাজল
- বিষয় :
- ক্ষোভ