হাতিরঝিলে সেইলর রানবাংলার ম্যারাথন

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৫:০৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৫:০৬
হাতিরঝিলে আগামী শুক্রবার এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে রানবাংলা ইন্টারন্যাশনাল।
এর টাইটেল স্পন্সর হিসেবে থাকছে সেইলর। সোমবার সেইলরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নারী-পুরুষ মিলিয়ে ১০ কিলোমিটারের এবারের দৌড়ে অংশ নেবেন মোট ১৫৫০ প্রতিযোগী। দেশি দৌড়বিদদের সঙ্গে বিদেশিরাও অংশ নেবেন এই প্রতিযোগিতায়।
শুক্রবার হাতিরঝিলের এফডিসি প্রান্ত থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হবে। পুরো হাতিরঝিল ঘুরে প্রতিযোগীদের দৌড় শেষ হবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এলাকায় এসে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ম্যারাথন
- সেইলর রানবাংলা ম্যারাথন