ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিঙ্গাপুরে স্বর্ণপদক জয় বাংলাদেশের

সিঙ্গাপুরে স্বর্ণপদক জয় বাংলাদেশের

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ২০:৪৭ | আপডেট: ৩১ মে ২০২৫ | ২০:৪৮

সিঙ্গাপুর ওপেন মেন’স আর্টিস্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় দলগত বিভাগে আলো ছড়িয়েছে বাংলাদেশ। জুনিয়র ক্যাটাগরিতে জিতে নিয়েছে সোনার পদক।

গতকাল শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনে জুনিয়র দলগত বিভাগে বাংলাদেশের হয়ে সোনা জিতেছেন প্রেন্থই ম্রো, উতিং অং মার্মা ও মেন্তোন টনি ম্রো। এদিন আরও দুটি পদক জিতেছেন বাংলাদেশের জিমন্যাস্টরা। প্রেন্থন ম্রো জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল অ্যারাউন্ডে পেয়েছেন ব্রোঞ্জ। 

এছাড়া মেন’স সিনিয়র দলগত বিভাগে রুপা জিতেছে বাংলাদেশ। প্রেন্থন ম্রো জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল অ্যারাউন্ডে পেয়েছেন ব্রোঞ্জ। এছাড়া মেন’স সিনিয়র দলগত বিভাগে রুপা জিতেছে বাংলাদেশ।

আরও পড়ুন

×