হোপের সেঞ্চুরি, বড় লক্ষ্য পেল পাকিস্তান

ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২২ | ০৯:৪১ | আপডেট: ০৮ জুন ২০২২ | ০৯:৪১
মুলতানে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার শেই হোপ সেঞ্চুরি করেছেন। তিনে নামা সামারাহ ব্রুক রান পেয়েছেন। তাদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ৩০৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নতুন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার নিকোলাস পুরান। তবে শুরু ভালো হয়নি তার দলের। মিডল অর্ডার থেকে ওপেনার বনে যাওয়া কাইল মায়ার্স মাত্র ৩ রান করে ফিরে যান। এরপর দ্বিতীয় উইকেটে হোপ ও ব্রুক ১৫৪ রানের জুটি গড়েন।
দারুণ ব্যাটিং করা ব্রুক ফিরে যান ৮৩ বলে সাত চারে ৭০ রানের ইনিংস খেলে। তবে শেই হোপ সেঞ্চুরি তুলে নেন। তিনি খেলেন ১৩৪ বলে ১৩ চার ও এক ছক্কায় ১২৭ রানের ইনিংস। টপ অর্ডারের দুই ব্যাটার ভালো করলেও স্লগে মিডল অর্ডার সেরাটা দিতে পারেনি।
চারে নামা নিকোলাস পুরান ঝড়ো শুরু করে ফিরে যান ১৬ বলে তিন ছক্কায় ২১ রান করে। রোভম্যান পল খেলেন ২৩ বলে পাঁচ চারে ৩২ রানের ইনিংস। এছাড়া রোমারিও সেইফার্ড ১৮ বলে দুই ছক্কায় ২৫ রান করেন। লোয়ারে একটা বড় জুটি হলে রানটা অনায়াসে বড় হতো ক্যারিবীয়দের।
পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৭৭ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন পেসার হ্যারিস রউফ। অন্য পেসার শাহিন শাহ নিয়েছেন ১০ ওভারে ৫৫ রানে ২ উইকেট। এছাড়া মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান একটি করে উইকেট নেন।