ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্পার্সদের বড় জয়, ভালো শুরু লিডস-নিউক্যাসলের

স্পার্সদের বড় জয়, ভালো শুরু লিডস-নিউক্যাসলের

লিগে শুরুর ম্যাচে বড় জয় টটেনহ্যামের। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২ | ১০:৪২ | আপডেট: ০৬ আগস্ট ২০২২ | ১০:৪২

প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে অ্যান্তোনিও কন্তের দল। এছাড়া লিগে শুরুর ম্যাচে জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড, লিডস ইউনাইটেড ও বোর্নামাউথ। 

শনিবারের ম্যাচে ১২ মিনিটে পিছিয়ে পড়ে টটেনহ্যাম। ১০ মিনিট পরে সমতায় ফেরে গেল মৌসুমে চারে শেষ করা দলটি। প্রথমার্ধে এরিক ডায়ারের গোলে ২-১ গোলের লিড নিয়ে শেষ করে স্পার্সরা। ম্যাচের ৩১ মিনিটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আত্মঘাতী গোলে লিড বড় হয় দলটির। দুই মিনিট পরেই ডিজেন ক্রুসেভেস্কি স্পার্সদের ৪-১ গোলে এগিয়ে নেন। 

প্রিমিয়ার লিগের শুরুর দিন এএফসি বোর্নামাউথ ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ম্যাচের দ্বিতীয় ও ৮০তম মিনিটে গোল করে দলটি। কোচ স্টিফেন জেরার্ড ও মিডফিল্ডার ফিলিপে কুতিনহোদের আসরের শুরু ভালো হলো না।

জয় দিয়ে লিগ মৌসুম শুরু করেছে নিউক্যাসল ইউনাইটেড। ছবি: এএফপি

লিডস ২-১ গোলে হারিয়েছে উলভকে। গত মৌসুমে খুব কষ্টে অবনমন এগিয়েছে লিডস। চলতি মৌসুমে সেরা ফুটবলার রাফিনহাকে হারিয়েছে তারা। ম্যাচেও শুরুর ৬ মিনিটে পিছিয়ে পড়ে হোয়াটস খ্যাত একসময়ের লিগ চ্যাম্পিয়ন দলটি। ২৪ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো দলকে সমতায় ফেরান। ৭৪ মিনিটে আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 

জয় দিয়ে শুরু করেছে গত মৌসুমের মাঝে সৌদি আরবের মালিকানায় যাওয়া নিউক্যাসল ইউনাইটেড। অঢেল অর্থ হাতে নিয়েও ক্লাবটি তেমন বড় ফুটবলার কিনতে পারেনি। তবে ম্যাগপাই খ্যাত দলটি দ্বিতীয়ার্ধের ৫৮ ও ৭৮ মিনিটে গোল করে শীর্ষ লিগে ফেরা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। নিউক্যাসলের হয়ে গোল করেছেন ফ্যাবিয়ান সাচার ও উইলসন।

আরও পড়ুন

×