ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

পিচিচির দৌড়টা লেভার একার হতে যাচ্ছে?

পিচিচির দৌড়টা লেভার একার হতে যাচ্ছে?

রবার্ট লেভানডভস্কি। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২ | ১০:২৮ | আপডেট: ০২ অক্টোবর ২০২২ | ১০:২৮

বার্সেলোনার জন্য সুখবর হয়ে এসেছেন রবার্ট লেভানডভস্কি। মাঠে নামলেই গোল করছেন তিনি। কাতালানদের জার্সিতে সব মিলিয়ে ১০ ম্যাচে ১২ গোল তার। লিগে সাত ম্যাচে ৯ গোল করে পিচিচির লড়াইটা যেন একক বানিয়ে ফেলেছেন তিনি। 

শনিবার রাতে মায়োর্কার বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে গোল করেন লেভা। পরে ব্যবধান না বাড়লেও জয় থামাতে পারেনি প্রতিপক্ষ। তিন পয়েন্ট তুলে নিয়ে ৭ ম্যাচে বার্সার অর্জন ১৯ পয়েন্ট।

লিগ টেবিলে বার্সা দুইয়ে আছে। রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে। তবে লা লিগায় সর্বোচ্চ গোল করে পিচিচি ট্রফি জেতার লড়াইটা যেন লেভার একার। লেভার ৯ গোলের পরে আছেন রিয়াল বেটিসের বোর্জা ইগলিসিয়াস। তার গোল ছয়টি।

তিনে থাকা ইগোর আসপাস পাঁচটি এবং ভিনিসিয়াস ও আলভারো মোরাতা চারটি করে গোল করে আছেন যৌথভাবে চারে। পার্থক্যটা পরিষ্কার। লড়াইটা জমতে পারতো বেনজেমা ও লেভার। কিন্তু চার ম্যাচে তিন গোল করার পরে ইনজুরিতে রিয়ালের ফ্রান্সম্যান। 

মায়োর্কার বিপক্ষে গোলবারে গ্লাভস হাতে দুর্দান্ত ছিলেন টের স্টেগান। ম্যাচের পর কোচ জাভি তাই দু’জনকেই প্রশংসায় ভাসিয়েছেন, ‘লেভা ও স্টেগানের পারফরম্যান্স ব্যাখ্যা করার কিছু নেই। তারা অসাধারণ খেলেছেন। মার্ক ছিল দারুণ। আর রবার্ট তো বিশ্বসেরা গোল স্কোরার।’

আরও পড়ুন

×