ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

লেভানডভস্কির পানে তাকিয়ে জাভি

লেভানডভস্কির পানে তাকিয়ে জাভি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ০১:০১

দলবদলের সময় গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল বার্সেলোনা। বিশ্বমানের ফুটবলারকে কেনার সঙ্গে বিক্রিও করেছে অনেককে। আর্থিক সংকট কাটিয়ে ওঠা কাতালানরা চাইলে লিওনেল মেসিকেও পুনরায় ফেরাতে পারে। মৌসুমের শুরুর মতো চ্যাম্পিয়ন্স লিগেও আলোচনায় বার্সেলোনা। বাজে সূচনা করা জাভি হার্নান্দেজের দল যে এখন গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায়। গত সপ্তাহে ইন্টার মিলানের মাঠে ১-০ গোলের পরাজয়ে মৃত্যুকূপ খ্যাত গ্রুপ 'সি' তে বেকায়দায় স্প্যানিশ জায়ান্টরা। ডুবন্ত অবস্থায় থাকা রবার্ট লেভানডভস্কিদের তীরে ওঠার শেষ সুযোগ নিজ আঙ্গিনায়। ন্যু ক্যাপে বুধবার সেই ইন্টারের মুখোমুখি হবে তাঁরা। এই ম্যাচ জিতলেই স্বস্তি ফিরবে বার্সেলোনা শিবিরে। নক আউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে তাদের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে স্পেন এবং ইতালির দুই জায়ান্টের লড়াই।

ইতিহাস বার্সেলোনার পক্ষে। ন্যু ক্যাম্পে ইন্টার মিলানের বিপক্ষে কখনোই হারেনি তারা। পাঁচ ম্যাচের সব ক'টিতে জিতেছেই, এক গোল হজম করে দিয়েছে ১০ গোল। কিন্তু সর্বশেষ দুই ম্যাচের পারফরম্যান্স বিশ্নেষণ করলে শঙ্কার কালো মেঘ যেন আরও ঘনীভূত। স্প্যানিশ লা লিগায় অপরাজেয় থাকা বার্সা সর্বশেষ সেল্টা ভিগোর মাঠে এক গোলে জিতলেও তাতে ঘাম ঝরেছে অনেক। তার আগে এই ইন্টারের কাছে হেরেছিল এক গোলে। দুই ম্যাচে দলের অন্যতম সেরা তারকা লেভানডভস্কি গোল পাননি। এটাও কাতালানদের জন্য উদ্বেগের বিষয়।

ইন্টার মিলানের সঙ্গে লড়াইয়ের পর আগামী রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ; সব মিলিয়ে স্কোরিং সমস্যা নিয়ে চিন্তিত জাভি। তবে আপাতত চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার অঙ্ক কষছেন তিনি। গ্রুপ 'সি' তে তিন ম্যাচ খেলা বার্সেলোনার জয় মাত্র একটি; দুর্বল ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে হারের তিক্ততা ধরে রাখা ক্লাবটি ইতালিয়ান ক্লাব ইন্টারের সঙ্গে পেরে ওঠেনি। দুই পয়েন্ট নিয়ে চার দলের টেবিলে তিন নম্বরে বার্সা। ৯ পয়েন্ট পাওয়া বায়ার্ন আজ প্লজেনকে হারালে নিশ্চিত হয়ে যাবে নক আউট পর্ব।

দ্বিতীয় হওয়ার লড়াইয়ে ভালোভাবে এগিয়ে থাকা ইন্টারের পয়েন্ট ৬। আজ তাদের সমান পয়েন্ট পাওয়ার সুযোগ বার্সার। লা লিগায় টানা ছয় ম্যাচ গোল করা লেভানডভস্কিকেও যে এদিন জ্বলে উঠতে হবে। কয়েক সপ্তাহ আগেও উড়তে থাকা দলটির সঙ্গে বর্তমান দলের কোনো মিল খুঁজে পাচ্ছেন না কোচ জাভি, 'আন্তর্জাতিক বিরতির পর এই মুহূর্তে আমরা সেরা অবস্থায় নেই। তিন সপ্তাহ আগে আমরা আকাশে ওড়েছিলাম; কিন্তু বর্তমানে সেই অবস্থায় নেই। আমাদের আরও উন্নতি করতে হবে।' সান সিরোতে রক্ষণভাগে পাঁচ ফুটবলারকে খেলিয়েছিলেন ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি। যেহেতু প্রথম লেগে জিতেছে, তাই আজ বার্সেলোনাকে রুখে দিতে ডিফেন্স আরও মজবুত করবে তাঁরা। কারণ এক পয়েন্ট পেলেই পরের রাউন্ডে ওঠার পথটা অনেকটাই পরিস্কার হয়ে যাবে তাঁদের।

আরও পড়ুন

×