ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এবার মরক্কোর স্বপ্ন ভাঙল দক্ষিণ আফ্রিকা

এবার মরক্কোর স্বপ্ন ভাঙল দক্ষিণ আফ্রিকা

হেরে হতাশ মরক্কোর পিএসজি তারকা আশরাফ হাকিমি। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪ | ১১:০২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ | ১১:৪৬

আফ্রিকান কাপ অব নেশন্সে একের পর এক চমকের দেখা মিলছে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আসরে পা রাখা মোহামেদ সালাহর মিশরকে বিদায় করে দিয়েছে ডিআর কঙ্গো। সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আইভরিকোস্ট। 

বুধবার আটালান্টাস লায়ন্স খ্যাত মরক্কোকে বিদায় করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে যে মরক্কো সেমিফাইনালে খেলেছিল। যে দলে আছেন ইউরোপে খেলা সবচেয়ে বেশি ফুটবলার। তারাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। এর আগে আলজেরিয়া, তিউনিশিয়াও বিদায় নিয়েছে।

আইভরিকোস্টের লরেন্ট পোকাউ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য নিজেদের পায়ে কুড়াল মেরেছে মরক্কো নিজেই। গোল শূন্য সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ৫৭ মিনিটে বাফানা বাফানা খ্যাত দক্ষিণ আফ্রিকা ম্যাচে লিড নেয়। আশরাফ হাকিমি ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ওই গোল শোধ করার সুযোগ মিস করেন।

আফ্রিকান কাপ অব নেশন্সের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা। দলটির ফুটবলারদের উদযাপন। ছবি: এএফপি

এরপর যোগ করা সময়ে সোফান আম্রাবাদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। মরক্কোর ঘুরে দাঁড়ানোর আশা ওখানেই একপ্রকার শেষ হয়ে যায়। পরে ৯৫ মিনিটে আরও এক গোল করে দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনালে যাওয়ার আনন্দে মাতে। 

এর মধ্য দিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের শেষ আটের দল চূড়ান্ত হয়েছে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে অ্যাঙ্গোলার মুখোমুখি হবে নাইজেরিয়া। গায়ানা খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে। মালি ও আইভরিকোস্ট খেলবে অন্য ম্যাচে। দক্ষিণ আফ্রিকা পেয়েছে কেপ ভার্দেকে।  

আরও পড়ুন

×