ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জয়সোয়াল-জাদেজায় বিশাল জয় ভারতের 

জয়সোয়াল-জাদেজায় বিশাল জয় ভারতের 

রাজকোট টেস্টে ইংল্যান্ডের উইকেট নিয়ে ভারতের উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৩৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:০০

ঘরের মাঠে হেরে টেস্ট সিরিজ শুরুর পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বিশাখাপত্তনমে জশস্বী জয়সোয়ালের ডাবল সেঞ্চুরি ও জাসপ্রিত বুমরাহর আগুনে বোলিংয়ে পুড়েছিল ইংল্যান্ড। রাজকোটে তৃতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরি করেছেন জয়সোয়াল। তার সঙ্গে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেঞ্চুরির সঙ্গে ৭ উইকেট নিয়েছেন তিনি। উজ্জ্বল ছিলেন অভিষিক্ত সরফরাজ খান। তাদের দাপটে রাজকোটে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। 

ভারতের উইকেটে টস জিতলে ব্যাটিং নিতে দু’বার ভাবতে হয় না। রোহিত শর্মারা শুরুতে ব্যাটিং করে ৪৪৫ রানের বড় সংগ্রহ তোলে। ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা এবং পাঁচে নামা রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করেন। তারা ২০৪ রানের জুটি গড়েন। 

রোহিত ফিরে যান ১৯৬ বলে ১৪টি চার ও তিনটি ছক্কার শটে ১৩১ রানের ইনিংস খেলে। জাদেজা খেলেন ২২৫ বলে ১১২ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে নয়টি চার ও দুটি ছক্কার শট। এছাড়া অভিষিক্ত ব্যাটার সরফরাজ খান প্রথম ইনিংসে ৬৬ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। 

প্রথম ইনিংসে দারুণ জবাব দিচ্ছিল সফরকারী ইংল্যান্ড। বেন ডাকেট এক প্রান্তে দাঁড়িয়ে থেকে ১৫১ বলে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ২৩টি চার ও দুটি ছক্কা আসে। বাজবলের দাপট দেখাচ্ছিলেন তিনি। ২ উইকেট হারিয়ে দুইশ’ ছাড়ানোরান করায় লিড নেওয়ার আশাও দেখছিল ইংল্যান্ড। কিন্তু মিডল অর্ডারে ধস নামায় ৩১৯ রানে অলআউট হয় তারা। দলটির হয়ে অলি পোপ ৩৯ ও বেন স্টোকস ৪১ রান করেন। 

প্রথম ইনিংসে ভারত ১২৬ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওই ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন তরুণ জয়সোয়াল। তার ব্যাট থেকে আসে ২৩৬ বলে ২১৪ রানের ইনিংস। ১৪টি চারের সঙ্গে ১২টি ছক্কা তোলেন এই তরুণ। এছাড়া শুভমন গিল ৯১ রান করে রান আউট হন। সরফরাজ খান ৭২ বলে ৬৮ রানের হার না মানা ইনিংস খেলেন। 

জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫৫৬ রান। ইংল্যান্ড ৩৯.৪ ওভারে মাত্র ১২২ রান তুলে ধসে যায়। দলটির হয়ে দ্বিতীয় ইনিংসে ১৫ বলে ৩৩ রান করেন পেসার মার্ক উড। প্রথম ইনিংসে সেঞ্চুরির সঙ্গে দুই উইকেট নেওয়া জাদেজা দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েছেন ৫ উইকেট। জয়সোয়াল ডাবল সেঞ্চুরি করলেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছে জাদেজার হাতে। দ্বিতীয় টেস্টেও তার ডাবল ছাড়িয়ে ম্যাচ সেরা হয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। 

 

আরও পড়ুন

×