হেটমায়ার ঝড়ে পাঞ্জাবকে হারিয়ে শীর্ষেই রাজস্থান

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪ | ০২:৫০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ | ০৫:১৪
টানা ৪ জয়ের পর গুজরাট টাইটান্সের কাছে শেষ বলের লড়াইয়ে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে সেই ধাক্কা সামলে ফের জয়ে ফিরেছে তারা। শীর্ষে থাকা দলটি এবার হারিয়েছে পাঞ্জাব কিংসকে। চণ্ডীগড়ের মাঠে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছিল পাঞ্জাব। জবাবে ৭ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেল রাজস্থান। চলমান আসরে রাজস্থানের এটি পঞ্চম জয়।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বেশ ভুগতে হয়েছে পাঞ্জাবকে। রাজস্থানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাঞ্জাবের টপ ও মিডল অর্ডারের কোনো ব্যাটার হাত খুলতে পারেননি। ১২.১ ওভারে স্কোর ছিল ৫ উইকেটে ৭০ রান। শেষদিকে আশুতোষ শর্মার ১৬ বলে এক চার ও ৩ ছক্কায় ৩১ রানের ইনিংসে ভর করে দেড়শোর কাছাকাছি স্কোর পায় পাঞ্জাব। রান আউট হওয়ার আগে লিয়াম লিভিংস্টোনের ব্যাটে আসে ১৪ বলে ২ চার ও এক ছক্কায় ২১ রান। উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা করেন ২৯ রান। বল হাতে রাজস্থানের হইয়ে দুটি করে উইকেট পান আভেশ খান ও কেশব মহারাজ।
লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় রাজস্থান। যশস্বী জয়সওয়াল ও তানুশ কতিয়ান মিলে তুলে ফেলেন ৫৬ রান। ২৮ বলে ৪ চারের মারে ৩৯ রান করে জয়সওয়াল যখন আউট হন তখন দলের সংগ্রহ ১১.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮২ রান। আরেক ওপেনার তানুশ কতিয়ান আউট হন ৩১ বলে ২৪ রান করে।
রাজস্থানের দুই ওপেনারকে ফিরিয়ে খেলা জমজমাট করে তোলেন পাঞ্জাবের বোলাররা। ১৪ বলে ১৮ রান করা স্যামসনকে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। ১৭ ওভারে এসে আর্শদীপ সিং তুলে নেন পরাগকে। ১৮ বলে ২৩ রানে থামেন তিনি। ১১ বলে ৬ রান করে পরের ওভারে হার্শাল প্যাটেলের শিকার ধ্রুব জুরেল।
শেষদিকে হেটমায়ারের ১০ বলে অপরাজিত ২৭ এবং পাওয়েলের ৫ বলে ১১ রানের ইনিংসে শেষ ওভারে গিয়ে জয় পায় একবারের শিরোপাজয়ীরা। পাঞ্জাবের হয়ে রাবাদা এবং স্যাম কারান নেন দুটি করে উইকেট নেন। ঘরের মাঠে এ হারে টেবিলের আটেই অবস্থান করছে পাঞ্জাব। ৫ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪।
- বিষয় :
- রাজস্থান রয়্যালস
- আইপিএল-২০২৪
- পাঞ্জাব