ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আইপিএলে রানবন্যা, বোলারদের বাঁচাতে আকুতি অশ্বিনের

আইপিএলে রানবন্যা, বোলারদের বাঁচাতে আকুতি অশ্বিনের

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ১৬:০৭ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ | ১৬:০৮

চলমান আইপিএলে চলছে রান বন্যার ম্যাচ। রানের পাহাড় গড়ছে কয়েকটা দল। সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে। আইপিএলের সর্বোচ্চ রানের ইতিহাস ভেঙেছে তিন বার। এবারের আসরে এখন পর্যন্ত ২৫০ রানের বেশি উঠেছে সাত বার। অনেকেরই ধারণা, আর কিছু দিন পরে দলগুলি তিনশোর গণ্ডিও ভেঙে ফেলবে। এছাড়া প্রায় সব ম্যাচেই দেখা যাচ্ছে বড় রান। 

আর এ নিয়ে অসন্তুষ্ট অনেক তারকা খেলোয়াড়। ব্যাটারা সুবিধা করলেও বোলারদের অসহায়ত্ব মেনে নিতে পারছেন না তারা। যার জন্য ম্যানেজমেন্টকে দায়ী করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বোলারদের বাঁচানোর আকুতি জানিয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।

শুক্রবার এক টুইট বার্তায় এ কথা জানান রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার। তিনি লেখেন- কেউ অনুগ্রহ করে বোলারদের বাঁচান। সাথে সেই ইমারজেন্সি সিগনালের এসওএস ইমোজি পরপর ৩ বার।

আইপিএলে কাল কলকাতা নাইট রাইডার্সের ২৬১ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছে পাঞ্জাব কিংস। টি–টোয়েন্টি ম্যাচে রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ডের পাশাপাশি সর্বোচ্চ ৪২ ছক্কাও দেখা গেছে এই ম্যাচে। দুই দলের বোলারদের ওপর দিয়েই রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। 

পাঞ্জাব যে ছয় বোলার ব্যবহার করেছে, তাদের মধ্যে শুধু রাহুল চাহারের ইকোনমি রেটই ১০–এর নিচে। কলকাতা ৭ বোলার ব্যবহার করেছে। তাদের মধ্যে সুনীল নারিন ১০–এর নিচে ইকোনমি রেট রাখতে পেরেছেন। শুধু এই ম্যাচ নয়, এবারের আইপিএলে প্রায় সব ম্যাচেই বেধড়ক পিটুনি খাচ্ছেন বোলাররা। ওভারপ্রতি গড়ে ৯.৪৯ রান করে দিয়েছেন বোলাররা।

কলকাতা–পাঞ্জাব ম্যাচ নিয়ে আরও পোস্ট করেছন অশ্বিন। সেঞ্চুরি করা জনি বেয়ারস্টো এবং ৬৮ রানে অপরাজিত থাকা শশাঙ্ক সিংয়ের ঝড়ে দুই ওভার থাকতেই লক্ষ্যের কাছে পৌঁছায় পাঞ্জাব। অশ্বিন তখন বিস্ময় নিয়ে পোস্ট করেন, ‘টি–টোয়েন্টি ম্যাচে ২৬০‍+ রান তাড়া করতে নেমে সর্বশেষ ২ ওভারেই বলে বলে রান উঠেছে। এটা হজম করতেও সময় লাগে।’

আরও পড়ুন

×