ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ২০:৪২ | আপডেট: ২৫ মে ২০২৪ | ২০:৫২

চলতি সিরিজ দিয়েই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার আড়ালে মূল লক্ষ্যই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। কিন্তু প্রস্তুতিতো দূরে থাক, সিরিজ হেরে উল্টো আত্মবিশ্বাসের জায়গাতেই ফাটল ধরেছে টাইগারদের। টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে যথাক্রমে ৫ উইকেটে ও ৬ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। আজ তৃতীয় ম্যাচে স্বাগতিকদের কাছ থেকে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই সাকিব-শান্তদের। এমন বাচা-মরার ম্যাচে টস জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে বাঁচতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জিততে পারলে কেবল হোয়াইটওয়াশ এড়ানোই হবে না, বিশ্বকাপের আগে হারানো আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরিয়া আনা সম্ভব হবে।

সিরিজের শেষ ম্যাচে দলে ফিরেছেন লিটন দাস। আগের দুই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দলে এসেছেন বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাওয়া হাসান মাহমুদ।

এদিকে সিরিজ জেতায় যুক্তরাষ্ট্র বেঞ্চের শক্তি পরীক্ষা করছে। তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেলর, হারমীত সিং ও আলী খান। দলে ঢুকেছেন শায়ান জাহাঙ্গীর, নশতুশ কেনজিগে, মিলিন্দ কুমার ও নিসর্গ প্যাটেল।

বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

যুক্তরাষ্ট্রের একাদশ: অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ফন শ্যালকউইক, শায়ান জাহাঙ্গীর।

আরও পড়ুন

×