ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্পেনে ধসে গেল বুড়ো ক্রোয়াটরা

স্পেনে ধসে গেল বুড়ো ক্রোয়াটরা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ০০:৩১

গ্রুপ তো নয় যেন মৃত্যুকূপ। সর্বশেষ আসরের ইউরো চ্যাম্পিয়ন ইতালি, ফেবারিট স্পেনের সঙ্গে ক্রোয়েশিয়া পড়েছে একই গ্রুপে। সহজ প্রতিপক্ষ কেবল আলবেনিয়া। ওই গ্রুপে প্রথম ম্যাচে স্পেনের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ও কাতার বিশ্বকাপের সেমিতে খেলা ক্রোয়েশিয়া।

ইউরোতেও ক্রোয়াটদের কাছে বড় কিছুই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু লুকা মডরিচ, ব্রোজোভিক, পেরিসিচরা যে একেবারেই বুড়ো হয়ে গেছেন, ম্যাচেই তার প্রমাণ মিলেছে।

ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল হজম করে ক্রোয়েশিয়া। গোল করেন স্পেনের অ্যাথলেটিক মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতা।

তিন মিনিট পরই ব্যবধান ২-০ করে ফেলে লা রোজিরা। এবারের গোলটি করেন পিএসজিতে খেলা ফ্যাবিয়ার রুইজ। প্রথমার্ধের যোগ করা সময়ে ৩-০ গোলের লিড নেয় স্পেন। ইউরোর সবচেয়ে কনিষ্ট ফুটবলার হিসেবে লামিন ইয়ামাল ক্রস থেকে গোল করান দানি কারভাহালকে দিয়ে।

দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েও গোল করতে পারেনি কোনো দল। এই হারে আসরের শুরুতেই বিদায়ের শঙ্কায় পড়ে গেছে ক্রোয়াটরা। দেশটির সোনালি প্রজন্মের শেষ বুঝি হতাশায়ই হবে।

আরও পড়ুন

×