ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নিশ্চিত ছিলাম দাগে পা লাগেনি: সূর্যকুমার 

নিশ্চিত ছিলাম দাগে পা লাগেনি: সূর্যকুমার 

ফাইনালে সীমানায় মিলারের ক্যাচ নেন সূর্যকুমার। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ১৭:৪৭

বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। যে ক্যাচ নিয়ে পরে বিতর্ক সৃষ্টি হয়। ক্যাচ ধরার সময় সীমানার দাগে সূর্যের পা লেগেছিল বলে দাবি করা হচ্ছে। তবে ভারতীয় ব্যাটার জানিয়েছেন, তিনি সতর্কতার সঙ্গেই ক্যাচটা ধরেছিলেন।

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে সূর্যকুমার বলেন, ‘রোহিত ভাই সাধারণত লং অনে ফিল্ডিং করেন না। কিন্তু ওই সময় তিনি লংয়ে ছিলেন। ক্যাচটা আসার সময় এক পলক তার দিকে তাকিয়ে ছিলাম। আমি ক্যাচটা ধরার জন্যই ছুটেছিলাম। কিন্তু রোহিত ভাই ছুড়ে দিলে ধরার মতো অবস্থানে আছেন কিনা দেখছিলাম।’

ক্যাচ ধরার বিষয়ে সূর্যকুমার বলেন, ‘ক্যাচ ধরে দেখি রোহিত কাছাকাছি নেই। ওই চার-পাঁচ সেকেন্ড কী যে ঘটেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন আমি বলটা ছুঁড়ে দেই এবং পুনরায় ক্যাচ ধরি তখন আমি নিশ্চিত করেই জানতাম যে, আমি সীমানা লাইন স্পর্শ করিনি। ওই একটা বিষয়ে আমি খুব সতর্ক ছিলাম।’ 

ডানহাতি ভারতীয় ব্যাটার দাবি করেছেন, ক্যাচ না হয়ে শটটা ছক্কা হলেও ভারত জিততে পারত। তবে প্রথম বলেই ছয় হয়ে গেলে, ম্যাচটা খুব টাইট হয়ে যেত। এছাড়া মাঠে ওমন একটা ক্যাচ ধরার পেছনে অনেক শ্রম আছে বলেও জানিয়েছেন সূর্যকুমার। তার ভাষ্যে, ‘যে ক্যাচটা আমি ধরেছি তা অনুশীলনে অনেকবার চেষ্টা করেছি। ম্যাচের আগেরদিনও ওমন ক্যাচের অনুশীলন হয়েছে। এছাড়া আইপিএল ও দ্বিপাক্ষিক সিরিজেও সীমানায় ওমন ক্যাচের অনুশীলন করেছি।’  

আরও পড়ুন

×