ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আর্জেন্টিনাকে অন্য দলের চেয়ে সেরা ভাবেন না স্কালোনি

আর্জেন্টিনাকে অন্য দলের চেয়ে সেরা ভাবেন না স্কালোনি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০১

বিশ্বকাপ বাছাইপর্বে আরও একটি পারফেক্ট জয় পেয়েছে আর্জেন্টিনা। অভিজ্ঞ লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া যে নেই তা বুঝতেই দেননি ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজরা। তাদের দাপুটে পারফরম্যান্সে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতারে বিশ্বকাপ ও পরপর দুই কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। এ নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৭ ম্যাচের ৬টি জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল। 

বিগত কয়েক বছর ধরেই আর্জেন্টিনা দলের একটানা সাফল্যের রহস্য নিয়ে স্কালোনি বলেছেন, ‘প্রতিটি টুর্নামেন্ট থেকে আমরা অনুপ্রেরণা পাই। জাতীয় দলের হয়ে খেলার গুরুত্ব এবং এখানে লড়াই করার বিষয়টি নিয়ে খেলোয়াড়দের বোঝানো খুব কঠিন কিছু নয়। তারা বার্তাটা বুঝতে পারে এবং লড়াই চালিয়ে যায়। এর ফল ইতিবাচক এবং সেটা আমাদের সাহায্য করে।’

এমন জয়ের পরও বিন্দুমাত্র অংহকার নেই আর্জেন্টিনা কোচ স্কালোনির। এমনকী তিনি বিশ্বজয়ী দলটিকে অন্যদের চেয়ে সেরাও ভাবছেন না। স্কালোনির দাবি, আর্জেন্টিনা দল নিজেদের অন্যদের চেয়ে সেরা মনে করে না। তবে বর্তমান সময়টা যে ভালো যাচ্ছে, সেটিও স্বীকার করেছেন স্কালোনি। 

চিলির বিপক্ষে ম্যাচটি বিশ্লেষণ করে স্কালোনি আরও বলেছেন, ‘৩০ মিনিট পর্যন্ত আমরা তাদের চেয়ে ভালো খেলেছি, তবে প্রথমার্ধের শেষটা ভালো ছিল না।’

বিরতির পর ড্রেসিংরুমে স্কালোনি তার খেলোয়াড়দের সঙ্গে কথা বলার পর দ্বিতীয়ার্ধে পরিস্থিতি পাল্টে যায়। তেতে ওঠা হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালারা দ্বিতীয়ার্ধেই ৩ গোল করেন। বিরতির পর দলের বদলে যাওয়া নিয়ে আর্জেন্টাইন কোচ যোগ করেন, ‘দল শুধরে নিয়েছে এবং দ্বিতীয়ার্ধে খেলায় আরও উন্নতি করে ফিরে এসেছে। প্রথম গোলের সময়ে দলের খেলাতেই বিষয়টি স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত ম্যাচের ফলটা ন্যায্য।’

আর্জেন্টিনার এই দলকে বাকিদের চেয়ে এগিয়ে রাখার প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আমি মনে করি না, আমরা বাকিদের চেয়ে সেরা। সব কিছু খুবই সমান। হ্যাঁ, আমরা ভালো সময় পার করছি এবং আমাদের এভাবেই কাজ করে যেতে হবে।’

আরও পড়ুন

×