ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠক, উপস্থিত তামিমও

বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠক, উপস্থিত তামিমও

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩৭

পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতির চেয়ারে ফারুক আহমেদ যখন বসেন তখন জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত পাকিস্তান সফরে। দেশটিতে দুই টেস্ট জিতে বাবর আজমদের হোয়াইটওয়াশ করেন শান্ত বাহিনী। এরপর আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় ক্রিকেটারদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে বিসিবি কার্যালয়ে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ।

বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, ‘দেশের পরিস্থিতি তো সবাই জানেন। ওরাও (ক্রিকেটাররা) তো দেশের বাইরের কেউ না। খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল। তাই বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, এসব নিয়ে কথা বলেছে।’

এছাড়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে কেন্দ্র করে ভারতের হিন্দুসভার হুমকি প্রসঙ্গেও কথা বলেছেন ফারুক আহমেদ। ভারতীয় বোর্ডের সচিব জয় শাহর কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে বলে জানালেন বিসিবি সভাপতি। 

ফারুক আহমেদ বলেন, ‘বিসিসিআইয়ের সচিব জয় শাহ, যিনি আগামী ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, তার সঙ্গে কথা হয়েছে আমার। আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়েছি। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজে এসব হুমকি বড় কোনো ব্যাপার নয়। তার পরও তারা বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমরাও আশা করি কোনো সমস্যা হবে না।’

আরও পড়ুন

×