যুক্তরাষ্ট্রে মেসির রেকর্ড, যা বললেন মায়ামি তারকা

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১২:২১
৩৭ বছর বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন আজ মাঠে ফিরলেন দুই মাস দু’দিন পর। ইন্টার মায়ামির হিসাবে সেই সময়টা তিন মাসেরও বেশি। মাঠে ফিরেই দলকে এনে দিলেন দারুণ এক জয়। সাথে গড়লেন একটি রেকর্ডও।
আজ সকালে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের পর এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ এবং সহায়তাও ১৫টি। যা কিনা এমএলএস ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড।
রেকর্ড গড়া প্রত্যাবর্তনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসি বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল।’
চোট কাটিয়ে মাঠে ফিরে আনন্দিত মেসি আরও বলেছেন, ‘ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।’ মেসির ফেরা নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘আমি আনন্দিত যে সে ম্যাচটা শেষ করে এসেছে এবং ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে। সে খুব ভালো অনুভব করছে।’
- বিষয় :
- ইন্টার মায়ামি
- লিওনেল মেসি