পরবর্তী ম্যাচে ভালো পরিকল্পনার আশা শান্তর

ম্যাচ শেষে সূর্যকুমার ও শান্ত। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ২২:৫৯
ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শান্তদের করা ১২৭ রান মাত্র ১১.৫ ওভারে তুলে ফেলেছে নতুন দল নিয়ে খেলতে নামা স্বাগতিকরা। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক শান্ত জানিয়েছেন, পরবর্তী ম্যাচ দুটিতে আরও ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে তাদের।
শান্ত বলেন, ‘আমরা ভালো শুরু করিনি। টি-২০ ম্যাচে প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের শুরু সেভাবে হয়নি। পরিকল্পনা ছিল ইনটেন্ট নিয়ে প্রথম বল থেকে ভালো ক্রিকেট খেলা, সেটা আমরা পারিনি। আমাদের শুরুতে কিছু ওভার দেখে খেলতে হতো।’
ঘুরে দাঁড়ানোর আশা দিয়ে শান্ত বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে। হাতে কিছু উইকেট থাকলে আমরা ১০-১৫ রান বেশি করতে পারতাম। ভারতের বোলিং অনুযায়ী, বোর্ডে আমাদের পর্যাপ্ত রান আসেনি। আরও রান করতে হতো, তাছাড়া এই উইকেটে বোলারদের কিছু করার থাকে না। তারপরও রিশাদ, মুস্তাফিজ ভালো বোলিং করেছে।’