অস্কারের ইস্ট বেঙ্গলের কাছে হারল কিংস

ছবি- বসুন্ধরা কিংস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ২৩:৩২
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে নেজমাহ এফসির কাছে আত্মঘাতী গোলে হেরেছিল বসুন্ধরা কিংস। আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচে ইস্ট বেঙ্গলের বিপক্ষে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেমেছিল বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। উল্টো ভারতীয় ক্লাবটির বিপক্ষে নাস্তানাবুদ হয়েছে কিংস। ৪-০ গোলে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিয়েছে বসুন্ধরা কিংস।
ইস্ট বেঙ্গলের বর্তমান কোচ অস্কার ব্রুজোন এর আগে ছিলেন বসুন্ধরা কিংসের। বাংলাদেশের এই ক্লাবটিতে ৬ বছর কোচিং করিয়েছেন তিনি। তাই কিংস আজ শুধু ইস্ট বেঙ্গলের কাছেই হারেনি, হেরেছে অস্কারের বিপক্ষেও।
ম্যাচের প্রথম মিনিটেই ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন দিয়ামানতাকোস। বসুন্ধরার বক্সে লালচুংনুঙ্গার ক্রস থেকে বল পান দিয়ামানতাকোস। বল ধরে হাফ টার্নে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোল করেন তিনি। প্রথম মিনিটে গোল পেয়ে যাওয়ায় পর আর লাল-হলুদকে রুখতে পারেনি বসুন্ধরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে নাগাড়ে ব্যস্ত রেখেছিলেন লাল-হলুদ ফুটবলারেরা।
প্রথমার্ধে গোল করার মতো খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কিংস। ১৭ মিনিটে সহজ সুযোগ পেয়েছিল বসুন্ধরা। কিন্তু ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিলের তৎপরতায় গোল করতে পারেনি তারা। ২০ মিনিটে আসে দ্বিতীয় গোল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জালভেদ করেন ইস্ট বেঙ্গলের সৌভিক চক্রবর্তী।
বসুন্ধরা সেই ধাক্কা সামলানোর আগেই আঘাত হানেন নন্দ। বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে ব্যবধান ৩-০ করেন তিনি। ম্যাচের শেষ গোলটি করেন আনোয়ার আলি। ম্যাচের ৩৩ মিনিটে দূর থেকে দুর্দান্ত শটে বল জড়ান তিনি। এর পর আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে বসুন্ধরা খানিকটা চেপে ধরলেও গোল করতে পারেনি। এতে বসুন্ধরার সাবেক কোচ অস্কার ব্রুজোনের দল ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ ব্যবধানে হারতে হয় কোচ ভ্যালেরিও তিতার শিষ্যদের।
- বিষয় :
- বসুন্ধরা কিংস
- এএফসি