ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আমিরাতের ভিসা পেলেন নাহিদ-নাসুম  

আমিরাতের ভিসা পেলেন নাহিদ-নাসুম  

নাহিদ রানা ও নাসুম আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪ | ১৯:২০

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত  আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। বুধবার শারজাহ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠেও নেমেছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দলটি। 

তবে দলের সঙ্গে কিংবা ম্যাচের আগেও আমিরাতে যেতে পারেননি প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া পেসার নাহিদ রানা ও গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর ডাক পাওয়া স্পিনার নাসুম আহমেদ। ভিসা জটিলতায় তাদের মরুর দেশে যাওয়া হয়নি। 

ওই সমস্যার সমাধান হয়েছে। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ধরবেন নাহিদ ও নাসুম। বিসিবি সূত্রে বিষয়টি জানানো হয়েছে। শারজাহ’র উইকেটে বাঁ-হাতি স্পিনার নাসুমের অভাব দলের অনুভূত হওয়ার কথা। স্পিন সহায়ক উইকেটে বাঁ-হাতি একজন স্পিনারের দরকার ছিল দলের। 

আরও পড়ুন

×