ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মুশফিক আউট, নাসুম ইন: কেমন হবে দ্বিতীয় ওয়ানডের একাদশ

মুশফিক আউট, নাসুম ইন: কেমন হবে দ্বিতীয় ওয়ানডের একাদশ

বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের চিত্র।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ২০:২৭

ইনজুরি নিয়ে মুশফিকুর রহিম আফগানিস্তান সিরিজের বাইরে চলে গেছেন। ওদিকে ভিসা জটিলতা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা। 

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উইকেটরক্ষক হিসেবে খেলবেন জাকের আলী। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মেহেদী মিরাজ বিষয়টি একপ্রকার নিশ্চিত করে শুভকামনা জানিয়েছেন জাকেরের জন্য। 

বোলিং আক্রমণে আসতে পারে পরিবর্তন। লেগ স্পিনার রিশাদ হোসেন শারজাহর স্পিন সহায়ক উইকেটে খুব ভালো করেননি। তার জায়গায় নাসুম আহমেদ ঢুকতে পারেন একাদশে। 

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করেনি বাংলাদেশ। তারপরও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একই একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ। ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে দেখা যেতে পারে তানজিদ তামিমকে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, মাহমুদউল্লাহ, জাকের আলী, নাসুম আহমেদ, তাসসিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

×