ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্রাজিল কনফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচন করবেন রোনালদো 

ব্রাজিল কনফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচন করবেন রোনালদো 

ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো নাজারিও। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১৬:৩৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ | ১৬:৫২

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ও ফুটবল সংগঠন রোনালদো নাজারিও। তিনি প্রেসিডেন্ট হলে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ করবেন বলেও জানিয়েছেন। 

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ। তার মেয়াদ ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে সিবিএফ প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছরের মার্চে। ফুটবল ছাড়ার পর ব্যবসায় মনোযোগ দেওয়া ও রাজনীতির সঙ্গে টুকটাক সম্পৃক্ত থাকা রোনালদো দ্য ফেনোমেনন ওই নির্বাচনে অংশ নিতে চান। 

তিনি ফুটবল ছাড়ার পর ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর মালিকানা নেন। পরে অবশ্য তা বিক্রি করে দেন। ওই ক্লাবের প্রেসিডেন্ট থাকাকালীন ২০১২ সালে বলেন যে, একদিন তিনি ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট হতে চান। রোনালদো বর্তমানে স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদের মালিক। 

সংবাদে মাধ্যমে ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে চর্চিত নাম পেপ গার্দিওলা। বিষয়টি নিয়ে সম্প্রতি মজাও করেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ। দলের হারের পর বলেন যে, আমার তাহলে আর ব্রাজিলের কোচ হওয়ার সুযোগ থাকলো না! পরে জানা যায়, ব্রাজিলের কনফেডারেশনের কর্তকর্তারা বেশ কিছুদিন ধরেই গার্দিওলাকে কোচ হিসেবে পাওয়ার জন্য যোগাযোগ করে আসছে। ম্যানসিটির সঙ্গে তার চলতি মৌসুম পর্যন্ত চুক্তি আছে।

আরও পড়ুন

×