পাসপোর্ট সম্পন্ন, লাল-সবুজের জার্সির আরও কাছে সামিত সোম

কানডা প্রবাসী ফুটবলার সামিত সোম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৫ | ২২:০০ | আপডেট: ০২ মে ২০২৫ | ২২:১৫
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দিতে আরেক ধাপ এগিয়ে গেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। শুক্রবার টরন্টোয় বাংলাদেশি পাসপোর্টের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিকসহ আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করেছেন তিনি। ফলে লাল-সবুজের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা বেড়েছে অনেকটাই।
এর আগে বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার প্রাথমিক শর্ত জন্মনিবন্ধনের কাজ শেষ করেছিলেন সামিত। আর জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র, যা তিনি পেয়েছেন বৃহস্পতিবার। এখন কেবল বাকি আছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চূড়ান্ত অনুমোদন। সেটি পেলেই দেশের জার্সিতে মাঠে নামতে পারবেন এই তরুণ মিডফিল্ডার।
আগামী জুনে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই সময়ে একটি প্রীতি ম্যাচ আয়োজনেরও চেষ্টা করছে বাফুফে। এই ম্যাচগুলোর জন্য সামিত সোমকে স্কোয়াডে রাখার পরিকল্পনা করছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট।
সময়মতো পাসপোর্ট হাতে পেলেই ১০ জুনের ম্যাচে তাকে খেলানোর প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন। জামাল ভূঁইয়া ও হামজা দেওয়ান চৌধুরীদের পাশে সামিত সোমকে দেখা এখন সময়ের ব্যাপার মাত্র।
কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭টি ও ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন ৪টি ম্যাচ। ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেন দুটি ম্যাচ। ২৭ বছর বয়সী সামিতের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি।