ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আর্সেনাল খেলোয়াড়দের জীবন বাজি রাখতে বললেন আর্তেতা

আর্সেনাল খেলোয়াড়দের জীবন বাজি রাখতে বললেন আর্তেতা

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫ | ১৩:০৪

চ্যাম্পিয়নন্স লিগের ফাইনালে উঠতে নিজের খেলোয়াড়দের প্রতি প্রাণপণ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। আগামী বুধবার দ্বিতীয় লেগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মাঠে নামার আগে স্প্যানিশ এই কোচ জানিয়ে দিলেন, ফাইনালে উঠতে হলে মাঠে জীবন দিয়ে খেলতে হবে।

প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রিমিয়ার লিগের দলটি। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক মূল খেলোয়াড়কে পাচ্ছে না আর্সেনাল। চোটের কারণে নেই গ্যাব্রিয়েল মাগালহায়েস, কাই হাভার্টজ, জর্জিনিও, টেকেহিরো তোমিয়াসু, গ্যাব্রিয়েল জেসুস ও রিকার্দো কালাফিওরি। তবে দলে ফিরেছেন মিডফিল্ডার থমাস পার্টে।

এসব অনুপস্থিতিকে দুর্বলতা হিসেবে না দেখে উল্টো খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করে তুলেছেন আর্তেতা। তিনি বলেন, উত্তেজনা, গায়ে কাঁটা দেওয়া অনুভূতি, সেই মুহূর্তটির অপেক্ষা—সব কিছু মিলিয়ে আমরা প্রস্তুত। আমি আমার দলের ওপর পুরোপুরি বিশ্বাস রাখি। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলাটা একটা বিশাল সুযোগ। আর এমন সুযোগ পেলে জীবন দিয়ে খেলতে হয়।

প্রথম লেগে একঝাঁক তারকা খেলোয়াড়কে হারিয়ে মাঠে নামা দলটির পারফরম্যান্সে গর্বিত এই স্প্যানিশ কোচ। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যখন টানেল দিয়ে মাঠে নামছিলাম, তখন দেখি তোমিয়াসু, কালাফিওরি, গ্যাব্রিয়েল, হাভার্টজ, জেসুস, পার্টে, জর্জিনিও—সবাই বাইরে। ওরা সবাই মূল একাদশের খেলোয়াড়। এরপরও দলটা যেভাবে লড়েছে, তাতে আমি গর্বিত। খুব সামান্য ব্যবধানে হেরেছি। এজন্য আমি আশাবাদী।

২০০৬ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের এতটা কাছাকাছি এসেছে আর্সেনাল। তবে ফাইনালে যেতে হলে পিএসজিকে তাদেরই মাঠে হারাতেই হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার, ফ্রান্সের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে।

আরও পড়ুন

×