বিগ ব্যাশ ড্রাফটে ১০ বাংলাদেশি, রিটেইনের দৌড়ে রিশাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ১৫:৩৯
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ জুন। এবারের ড্রাফটে জায়গা করে নিচ্ছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। তাদের মধ্যে লেগ স্পিনার রিশাদ হোসেনকে ধরে রাখতে পারে তার পুরোনো দল হোবার্ট হারিকেন্স।
গত মৌসুমে রিশাদকে স্কোয়াডে নিলেও বাংলাদেশের ঘরোয়া লিগ বিপিএলের সময়সূচির সঙ্গে সংঘর্ষের কারণে তাকে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি। এরপরও হোবার্ট হারিকেন্স চ্যাম্পিয়ন হয়। এবার তারা আগ্রহ দেখাচ্ছে রিশাদকে রিটেইন করার বিষয়ে। তবে এ সিদ্ধান্ত চূড়ান্ত হলেও তার খেলা নির্ভর করবে বিসিবি থেকে অনাপত্তিপত্র পাওয়া-না-পাওয়ার ওপর, কারণ একই সময়ে চলতে পারে বিপিএলও।
এদিকে ড্রাফটে বাংলাদেশি যে ১০ ক্রিকেটার রয়েছেন তারা হলেন—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
এছাড়া আলোচনায় আছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও। ৪২ বছর বয়সী অ্যান্ডারসন যদি কোনো দল থেকে ডাক পান এবং আসর খেলেন, তবে ব্র্যাড হগের (৪৬ বছর) পর তিনি হবেন বিবিএলে খেলা দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার।
- বিষয় :
- বিগ ব্যাশ
- রিশাদ হোসেন