দলের দুইশ’র আগে ফিরলেন মিরাজ

কলম্বোয় ব্যাটিংয়ের সময় মিরাজ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১১:০২ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১০:৫০
কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ দল। ওপেনার এনামুল হক বিজয় শূন্য রানে বোল্ড হন। পরেই সাজঘরে ফেরেন ভালো শুরু পাওয়া মুমিনুল হক। লাঞ্চের পরই আউট হন সাদমান ইসলাম ও নাজমুল শান্ত। ওই ধাক্কা সামলানোর চেষ্টা করা মুশফিক ও লিটন আউট হওয়ায় দুইশ’র আগে অলআউটের শঙ্কায় পড়ে বাংলাদেশ। দলের রান দুইশ’র কাছে নিয়ে আউট হয়েছেন মেহেদী মিরাজ।
বাংলাদেশ ৬৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান করেছে। ক্রিজে থাকা নাঈম হাসান ১৭ রান করেছেন। তার সঙ্গী তাইজুল ইসলাম।
এর আগে মেহেদী মিরাজ ৩১ রান করেন। মুশফিকুর রহিম ৩৫ রান করে ফিরেছেন। লিটন দাস ৩৪ রান করে কাটা পড়েছেন। মুশফিকের সঙ্গে তিনি ৬৭ রানের জুটি গড়েন। ৪৩ রান নিয়ে লাঞ্চে যাওয়া সাদমান ৪৬ রান করে আউট হন। শান্ত ৮ রান করে সাজঘরে ফেরেন। মুমিনুল করেন ২১ রান।
বাংলাদেশ কলম্বো টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে। মেহেদী মিরাজ একাদশে ঢুকেছেন। একাদশের বাইরে চলে গেছেন ব্যাটার জাকের আলী। ইনজুরিতে হাসান মাহমুদ নেই একাদশে। ফিরেছেন এবাদত হোসেন।
শ্রীলঙ্কাও একাদশে দুই পরিবর্তন এনেছে। অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় অভিষেক হয়েছে অলরাউন্ডার সোনাল দিনুশার। পেসার বিশ্ব ফার্নান্দো একাদশে ঢুকেছেন ইনজুরিতে পড়া মিলান রত্নায়েকের জায়গায়।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্ডু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।
- বিষয় :
- বাংলাদেশ-শ্রীলংকা
- এনামুল হক বিজয়