ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সান্তোসে নতুন চুক্তি নেইমারের, জানালেন কারণ 

সান্তোসে নতুন চুক্তি নেইমারের, জানালেন কারণ 

সান্তোসের জার্সিতে নেইমার জুনিয়র। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৫:৫৪ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১৬:১৬

ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন নেইমার জুনিয়র। চলতি বছরের শেষ পর্যন্ত ব্রাজিলের ক্লাবে খেলবেন তিনি। যার অর্থ ছয় মাসের নতুন চুক্তি করেছেন ব্রাজিলিয়ানদের মধ্যে দেশের জার্সিতে সর্বাধিক গোল করা এই তারকা।   

আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ৩০ জুন ওই চুক্তি শেষ হয়ে যাবে। নেইমার এরপর কোথায় খেলবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। 

নেইমারের বাবা জানিয়েছিলেন, নেইমারকে ইউরোপের বেশ কিছু ক্লাব দলে নিতে চায়। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এমন দলও আছে। একটি ক্লাবের সঙ্গে আলোচনা করতে নেইমারের বাবা মায়ামিও গিয়েছিলেন। এছাড়া তুর্কি ক্লাব গালাতাসারায়ের নেইমারে আগ্রহের কথা সংবাদ মাধ্যম দাবি করেছিল। হোসে মরিনহো তাকে দলে নিতে চেয়েছিলেন। 

ওসব গুঞ্জন মাটি চাপা দিয়ে ‘শৈশবের ও প্রাণের ক্লাব’ সান্তোসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নতুন চুক্তি করার কারণ হিসেবে সাবেক বার্সা ও পিএসজি তারকা বলেছেন, তিনি সান্তোসে আনন্দ খুঁজে পেয়েছেন। 

নেইমার নতুন চুক্তির পেছনের উৎসাহ সম্পর্কে বলেন, ‘হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস আমার কাছে কেবল একটা ক্লাব নয়, এটি আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস এবং আমার জীবন। এখানে এক বালক হিসেবে এসেছিলাম, তারা আমাকে মানুষ বানিয়েছে, প্রকৃত ভালোবাসা দিয়েছে। নিজেকে এখানে খুঁজে পাই, সত্যিই আনন্দে থাকি। 

এখানে থেকেই আমি আমার জীবনের না পাওয়া স্বপ্ন পূরণ করতে চাই। আমাকে কেউ থামাতে পারবে না। আমি খেলবো, ফিরে আসবো এবং থেকে যাবো। এখানে আমার সবটা শুরু হয়েছিল এবং এখানে আমার কোনকিছুই কোনদিন শেষ হবে না।’ 

আল হিলাল থেকে নেইমার সান্তোসে ফিরেছেন সময় নিয়ে ফিট হয়ে নিয়মিত ম্যাচ খেলার জন্য। যাতে তিনি ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের দলে ডাক পান। নেইমারের উদ্দেশ্য আপাতত ফিট থাকা, সান্তোসের জার্সিতে নিয়মিত ম্যাচ খেলা, ছন্দ ফিরে  পাওয়া এবং আগামী বিশ্বকাপে কার্লো আনচেলত্তির দলে জায়গা পাওয়া।  

আরও পড়ুন

×