ঘরের মাঠে পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৭:৪৭ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১৮:০৬
পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন লিটন দাসরা। বুধবার ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ২০ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। পরের ম্যাচ দুটি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই মাঠে গড়াবে। তিনটি ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজ খেলতে পাকিস্তান ১৬ জুলাই বাংলাদেশে আসবে। সিরিজ শেষ করে দেশে ফিরবে ২৫ জুলাই। এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে সেপ্টেম্বরের এশিয়া কাপ ও আগামী বছরের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ড সিরিজটি টি-২০ ফরম্যাটে খেলার সিদ্ধান্ত নেয়।
পাকিস্তান সফরের তিন টি-২০ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সিরিজটি শুরুতে পাঁচ ম্যাচের হওয়ার কথা ছিল। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল পিছিয়ে যাওয়ায় অন্যান্য সিরিজের সঙ্গে সূচি সমন্বয় করতে সিরিজটি তিন ম্যাচে নামিয়ে আনা হয়।
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
- লিটন দাস
- বিসিবি