সাইফ-সাদমানে হতাশ ডমিঙ্গো

সাইফ-সাদমানদের নিয়ে আরো কাজ করার কথা জানালেন টাইগার কোচ ডমিঙ্গো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১ | ২০:২৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১ | ২০:২৭
জয়ের জন্য আর ৯৩ রান দরকার পাকিস্তানের। ৫৬ রানে ব্যাট করছেন আবিদ। ৫৩ রানে অপরাজিত আব্দুল্লাহ শফিক। টাইগারদের নির্বিষ বোলিং পাকিস্তানের ওপেনিং জুটিতে কোনো চিড় ধরাতে পারেনি। বরং অতিমানবীয় কিছু না হলে এই ম্যাচে হার এড়ানোর উপায় নেই বাংলাদেশের।
চতুর্থ দিনের খেলা শেষে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, 'প্রথম দুই দিন সত্যিই ভালো করেছি আমরা। তৃতীয় দিনের সিংহভাগ সময় ভালো ছিল। কিন্তু গতকাল (রোববার) শেষ সেশনে ভালো ব্যাটিং করিনি। যেটা বড় চাপে ফেলে দেয়। যেটা দেখতে হতাশাজনক। সেদিক থেকে দেখলে সত্যিই আমরা খুব ভালো টেস্ট ক্রিকেট খেলেছি। প্রথম ইনিংসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর করেছি। স্পিন ও পেস বোলাররা ভালো বোলিং করে লিড এনে দিয়েছে। তৃতীয় দিন শেষ সেশন খারাপ খেলায় আমরা চাপে পড়ে যাই।'
চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে প্রথম ইনিংসে লিড পেয়েও ম্যাচের লাগাম ধরতে পারেনি বাংলাদেশ। এমন অবস্থা থেকে ম্যাচ হারের নজির খুব কমই আছে। পাকিস্তানের ওপেনিং জুটি ভিত গড়ে দিচ্ছে। বাংলাদেশের উদ্বোধনী জুটি হতাশ করছে। ডমিঙ্গো বলেন, 'এটা খুবই হতাশার। সাদমান তার আগের টেস্টে সেঞ্চুরি করেছিল। সাইফ এখনো অনভিজ্ঞ। নতুন বলের চাপ সামলানোর কৌশল খুঁজছি আমরা। অনভিজ্ঞ ব্যাটারদের মানসম্মত বোলারের বিপক্ষে খেলা কঠিন। তাদের নিয়ে কাজ করতে হবে।'