ব্রিসবেন টেস্ট
ম্যাচ ফি পুরোটাই খোয়াল ইংল্যান্ড

ম্যাচ হেরেও শান্তি নেই রুট-স্টোকসদের। ছবি-এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ০৪:৩২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ০৪:৫৩
গ্যাবা টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়ে নিলেন অজিরা। চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের পর পরই নিজেদের জয় সুনিশ্চিত করে কামিন্স বাহিনী।
ম্যাচ হেরেও যেন শান্তি নেই রুট-স্টোকসদের। ব্রিসবেন টেস্টে হারের ধাক্কা সামলে ওঠার আগেই আইসিসি থেকে বড় ধরনের শাস্তি পেল ইংল্যান্ড শিবির। ইংলিশদের মত এতবড় শাস্তি আর কোন দলকে পেতে হয়নি। গ্যাবা টেস্টে স্লো ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়তে হল ব্রিটিশ ক্রিকেটারদের। এতে ইংল্যান্ডের কাটা গেল মূল্যবান টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট।অ্যাশেজের সদ্য সমাপ্ত টেস্টে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ইংল্যান্ড। সব দিক বিবেচনার পরেও তারা ৫ ওভার পিছিয়ে থাকে। ফলে আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী ইংল্যান্ডের ক্রিকেটারদের জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। অন্যদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী স্লো ওভার রেটের জন্য পয়েন্ট কাটা যায় ইংল্যান্ডের।
নিয়ম অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। এছাড়া প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ১ পয়েন্ট করে কেটে নেওয়া হয়। ইংল্যান্ড ৫ ওভার পিছিয়ে থাকার জন্য জো রুটদের ম্যাচ ফি'র ১০০ শতাংশ জরিমানা ধার্য করা হয়। সেই সঙ্গে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল থেকে ৫ পয়েন্ট কাটা যায়।