ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সাধারণ ফোনে স্মার্ট চাহিদা পূরণ

সাধারণ ফোনে স্মার্ট চাহিদা পূরণ

.বাজেট স্মার্টফোন পূরণ করবে এআই চাহিদা

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ০১:০৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ২০:৫৩

বাংলাদেশে স্পার্ক গো-টু মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড। সীমিত বাজেটের মধ্যে এআই ফিচার, ডিজাইন ও ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতির কথা বলছে নির্মাতা। রয়েছে ৬.৬৭ ইঞ্চি হোল স্ক্রিন এইচডি+ ডিসপ্লে, যা ভালো কনটেন্টের অভিজ্ঞতা দেবে। রিফ্রেশ রেট ১২০ হার্টজ প্রতিটি স্ক্রলকে স্মুথ করবে। প্রসেসর 

টি৭২৫০ সিরিজ ও সফটওয়্যার জাইরোস্কোপ। ফলে গ্রাহক ডিভাইস দিয়ে মাল্টিটাস্কিং আর গেমিং পরিষেবা পাবেন।

ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার। অডিও অভিজ্ঞতা দিতে ডিভাইসে থাকছে ডিটিএস সাউন্ড সিস্টেমের ডুয়েল স্পিকার। ছবির প্রয়োজন পূরণে রয়েছে ডুয়েল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্ট জীবনধারা নিশ্চিতে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট যুক্ত, যা দিয়ে স্মার্ট হোমের সব অ্যাপ্লায়েন্স ফোন থেকেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

বাজেট ফোন হলেও এতে থাকছে হাই-অ্যান্ড এআই ফিচার। যার মধ্যে রয়েছে এআই-জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেজড প্রবলেম সলভিং, এআই রাইটিং, ইমেজ টু ডকুমেন্ট কনভার্সন ছাড়াও স্মার্ট এআই ফিচার। স্মার্ট সময়ের চাহিদা পূরণে এসব সুবিধা কাজ করবে।

রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, ওয়াইফাই, বিটি, এফএম এবং ওটিজি সংযোগ সুবিধা। ডিভাইসে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৫ গো অপারেটিং সিস্টেম রয়েছে। ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে ৬ আর ৮ জিবি র‍্যামের দুটি সংস্করণ পাওয়া যাবে।

আরও পড়ুন

×