জিমেইলে বিষয় বললেই ই-মেইল লিখে দেবে এআই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ১২:৩৬ | আপডেট: ১৬ জুন ২০২৩ | ১২:৩৬
জিমেইলে বিষয় বললেই পুরো ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি)। গুগল 'হেল্প মি রাইট' নামে নতুন টুল যুক্ত করেছে জিমেইলে। এর মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। খবর সিনেটের
গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড এবং আইফোনে জিমেইলে বার্তা লেখার সময় কম্পোজ বাটনে ট্যাপ করার পর নিচে ‘হেল্প মি রাইট’ অপশন পাওয়া যাবে। অপশনটিতে ক্লিক করে বিষয় লিখলেই সে অনুযায়ী খসড়া ই-মেইল লিখে দেবে জিমেইল। অর্থাৎ বিষয় হিসেবে ‘চাকরি’ বা ‘ছুটি’র আবেদন লিখলে ব্যবহারকারীদের আগের আদান-প্রদান করা ই-মেইল বার্তার তথ্য পর্যালোচনা করে খসড়া ই-মেইল লিখে দেবে জিমেইলের এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লিখে দিলেও সেগুলো সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে ই-মেইলে তথ্য ভুল বা বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, বর্তমানে জিমেইল ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় উত্তর এবং ই-মেইল লেখার সুপারিশ পেয়ে থাকেন।
- বিষয় :
- জিমেইল
- এআই
- গুগল
- ইমেইল
- হেল্প মি রাইট