ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

নারীবান্ধব উদ্ভাবনে কোটি টাকা পুরস্কার

নারীবান্ধব উদ্ভাবনে কোটি টাকা পুরস্কার

আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০২:২০

 নারীবান্ধব সমাধান উদ্ভাবন এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উদ্যোক্তাদের রক্ষায় উদ্ভাবনী আইডিয়ার জন্য তিনটি প্রতিষ্ঠানকে কোটি টাকা পুরস্কার দিয়েছে ফিনল্যাব বিডি।

এটুআই, জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (ইউএনসিডিএফ) এবং মাইক্রোসেভ কনসাল্টিংয়ের (এমএসসি) যৌথ উদ্যোগই হচ্ছে ফিনল্যাব বিডি। রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মিলনায়তনে ‘উইমেনস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চ্যালেঞ্জ ২০২২’ ও ‘সিএমএসএমই ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ পর্বের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ছিলেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. মামুনুর রশীদ ভূঁইয়া।

আর্থিক খাতে সেরা আইডিয়া দিয়ে পুরস্কৃত তিন উদ্ভাবক হলো ডানা ফিনটেক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও আপন ওয়েলবিয়িং। উদ্ভাবনী আইডিয়ার জন্য ডানা ফিনটেককে ৭৫ লাখ, এমটিবিকে ৫০ লাখ ৭৫ হাজার এবং আপন ওয়েলবিয়িংকে ৫০ লাখ টাকার ডেমো চেক বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আইডিয়াগুলো পরীক্ষণ ও বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, আর্থিক অন্তর্ভুক্তিকরণকে আরও ত্বরান্বিত করতে হলে আর্থিক সেবা খাতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং নতুন নতুন ফিনটেক প্রোডাক্ট উদ্ভাবন জরুরি। এটুআই প্রকল্প সবসময় উদ্ভাবনী সংস্কৃতি ধারণ করে।

বাংলাদেশের মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ বলেন, বীমা সেবা, জনশক্তি ও বিনিয়োগের মাধ্যমে মেটলাইফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আর্থিক সেবা পাওয়ার সুবিধা মানুষের জীবনযাত্রার মান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

×