ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্যামসাং আনল গ্যালাক্সি এ২৪ মডেল

স্যামসাং আনল গ্যালাক্সি এ২৪ মডেল

আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ১৮:০০

গ্যালাক্সি সিরিজের এ২৪ মডেল উন্মোচন করেছে স্যামসাং। ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চি এফএইচডিপ্লাস সুপার অ্যামোলেড, ওআইএস ও ভিডিআইএস ছাড়াও ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ফ্ল্যাগশিপে আছে অনুপ্রাণিত ডিজাইনসহ বাড়তি কিছু। ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নতুন গ্যালাক্সি এ২৪।

 মডেলে আছে লাইট গ্রিন, সিলভার ও ডার্ক রেড— তিনটি রঙের ফ্ল্যাগশিপ ডিজাইন। নিটস ব্রাইটনেস সারাদিন, এমনকি প্রখর সূর্যের আলোতেও নিরবচ্ছিন্নভাবে কনটেন্ট দেখার অভিজ্ঞতা দেবে।

স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ওআইএস মেইন ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রোক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সুবিধা আছে। সুপার-ফাস্ট চার্জিংয়ের সঙ্গে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কারিগরি বৈশিষ্ট্য হেলিও জি৯৯, ৬ ন্যানোমিটার প্রসেসর, সাইড ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও ফিচার বিদ্যমান।

স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস জানালেন, স্যামসাংয়ের সবশেষ ডিভাইস গ্যালাক্সি এ২৪ মডেলে গ্রাহকদের আনন্দিত করবে। স্মার্টফোনের আকর্ষণীয় সব ফিচার ভক্তদের বিনোদন অভিজ্ঞতায় নতুনত্ব আনবে। ব্যবহারকারীরা উপভোগ করবেন বলে আমরা আশাবাদী। স্মার্টফোনে আরও বৈচিত্র্য নিয়ে আসতে ও ফোন ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছি। সারাদেশে স্যামসাং ব্র্যান্ডের সব শপে নতুন মডেল পাওয়া যাচ্ছে।

সরাসরি অভিজ্ঞতা নিতে ভক্তরা কাছের স্যামসাং অনুমোদিত স্টোর বা স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেজ থেকে তথ্য পেতে পারেন।

আরও পড়ুন

×