ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফুডপ্যান্ডায় এখন ডোমিনোজ পিৎজা

ফুডপ্যান্ডায় এখন ডোমিনোজ পিৎজা

ফাইল ছবি

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ১৬:২৯

ফুডপ্যান্ডায় অর্ডার করা যাবে জনপ্রিয় পিৎজা রেস্তোরাঁ চেইন ডোমিনোজের খাবার। আগ্রহীরা এখন ঢাকার যে কোনো ডোমিনোজ আউটলেট থেকে ফুডপ্যান্ডার মাধ্যমে ডেলিভারি, পিকআপ বা ডাইন-ইন সেবা গ্রহণ করতে পারবেন। ফুডপ্যান্ডা অ্যাপ থেকে ডিল ও ছাড় গ্রহণের সুযোগ পাবেন আগ্রহীরা। ফুডপ্যান্ডা বাংলাদেশের অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডপ্যান্ডা বাংলাদেশ ও জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিতে অংশীদারিত্ব জরুরি বলে দু’পক্ষই এ সময় আশাবাদ ব্যক্ত করে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী বলেন, ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে ক্রেতাদের পছন্দের ডোমিনোজকে স্বাগত। ফুডপ্যান্ডার মাধ্যমে ডোমিনোজ পিৎজা ডেলিভারি, পিকআপ ও ডাইন-ইনের সুযোগ পাবেন ক্রেতারা। আগ্রহীরা এখন ফুডপ্যান্ডার মাধ্যমেই ডোমিনোজের পিৎজা সাশ্রয়ী দামে কিনতে পারবেন। পছন্দের রেস্তোরাঁ ও সব ব্র্যান্ডের সঙ্গে সব সময় কাজ করতে আগ্রহী ফুডপ্যান্ডা।

জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, ফুডপ্যান্ডার সঙ্গে অংশীদারিত্বের মধ্য দিয়ে ক্রেতর জন্য আরও সুপরিসরে খাবার অর্ডার দেওয়ার সুযোগ নিয়ে এসেছি। ফুডপ্যান্ডার সঙ্গে অংশীদারিত্ব ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক হবে। ফুডপ্যান্ডা অ্যাপ দিয়ে ডোমিনোজের অর্ডারে ৩০ মিনিটের মধ্যে গ্রাহকের কাছে খাবার ডেলিভারি সহজ করবে ডোমিনোজ পিৎজা। ফুডপ্যান্ডা অ্যাপে ক্রেতারা এখন সরাসরি ডোমিনোজ পিৎজা, গার্লিক ব্রেড ও সাইড ডিশ এবং চকো লাভা ডিলাইটের মতো ডেজার্ট অর্ডারের সুবিধা পাবেন।

আরও পড়ুন

×