ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছবি-ভিডিও থেকে স্টিকার বানাবে ইনস্টাগ্রাম

ছবি-ভিডিও থেকে স্টিকার বানাবে ইনস্টাগ্রাম

স্টিকার বানাবে ইনস্টাগ্রাম

আলাউদ্দিন আলাদিন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ১৬:৩১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ১৮:৩৪

ছবি ও ভিডিও থেকে স্টিকার বানানোর ফিচার নিয়ে আসছে মেটা। ইনস্টাগ্রাম আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণে প্রায়ই নতুন ফিচার যুক্ত করছে। প্ল্যাটফর্মে পাওয়া যাবে কৃত্রিম  বুদ্ধিমত্তাচালিত টুল ছাড়াও নতুন একগুচ্ছ ফিচার। ফলে ছবি ও ভিডিও থেকে স্টিকার তৈরির সুযোগ হবে।

ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা চলছে। স্টিকার সার্চ এন্ট্রি বক্সে ‘ক্রিয়েট’ নামে বাটনে ক্লিক করলেই পাওয়া যাবে নতুন ‘কাস্টম স্টিকার জেনারেটর’ ফিচারটি। তৈরি হওয়া স্টিকার পোল, কুইজ বা অন্যত্র ব্যবহার করা যাবে। ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার নিজস্ব ‘সেগমেন্ট অ্যানিথিং এআই’ মডেল ব্যবহারে তৈরি হচ্ছে কাস্টম এআই স্টিকার জেনারেটর। আগ্রহীরা ক্যামেরা রোল বা প্ল্যাটফর্মে থাকা যে কোনো ছবি বা ভিডিও ব্যবহার করে স্টিকার তৈরি করতে পারবেন।

আরও পড়ুন

×