ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্মার্টফোনে সেরা ব্র্যান্ড জিতেছে স্যামসাং

স্মার্টফোনে সেরা ব্র্যান্ড  জিতেছে স্যামসাং

স্মার্টফোনে সেরা ব্র্যান্ড জিতেছে স্যামসাং

 সাব্বিন হাসান

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১২:১১

হ্যান্ডসেট ক্যাটেগরিতে সেরা ব্র্যান্ড পুরস্কার অর্জন করেছে স্যামসাং। উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে ভোক্তাদের মানোন্নত অভিজ্ঞতা নিশ্চিত করে ষষ্ঠবারের মতো মাইলফলক অর্জন করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান।

ব্র্যান্ড সফলতা তুলে ধরা ও তাদের সাফল্য উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের নেওয়া ফ্ল্যাগশিপ উদ্যোগ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। ব্যবসায়িক প্রেক্ষাপটের সব অর্জনে স্বীকৃতি ও ব্র্যান্ড বিল্ডিংয়ে তাদের সব অর্জন চিত্রায়িত করে ব্র্যান্ড ফোরামের এ প্ল্যাটফর্ম। ধারাবাহিকতায় এবারও ‘মোবাইল হ্যান্ডসেট’ ক্যাটেগরিতে বেস্ট ব্র্যান্ড হলো স্যামসাং।

স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মুয়ীদুর রহমান বলেন, আবারও বেস্ট ব্র্যান্ড পুরস্কারপ্রাপ্তি সত্যিই আনন্দের। টিম ও গ্রাহকদের নিরলস সমর্থন ছাড়া এমন সাফল্য কখনোই সম্ভব হতো না। গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার সঙ্গে আধুনিক ও প্রয়োজনীয় পণ্যসেবা দিতে পারি– এটাই প্রত্যাশা।
বাংলাদেশি গ্রাহকদের মধ্যে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে শীর্ষে অবস্থান করছে স্যামসাং। স্মার্টফোন চালুর ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবন, শীর্ষস্থানীয় প্রযুক্তি, অটল প্রতিশ্রুতি ও গ্রাহকবান্ধব পদ্ধতি  অবলম্বন করে তারা। ২০২৩ সালে অসাধারণ ‘মেইড ইন বাংলাদেশ’ ফ্ল্যাগশিপ, গ্যালাক্সি এস-২৩ আলট্রা ও ফোল্ডেবলসের পঞ্চম জেনারেশন গ্যালাক্সি জেড ফোল্ড-৫  এবং গ্যালাক্সি জেড ফ্লিপ-৫ উন্মোচন করে উন্মাদনা ছড়ায় স্যামসাং। সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপের মতো অসামান্য পারফরম্যান্স নিশ্চিত করে নজর কেড়েছিল স্যামসাং ব্র্যান্ডের গ্যালাক্সি এ সিরিজ।

উদ্ভাবনী স্মার্টফোন মডেল আনার সঙ্গে গ্রাহকদের ব্যবসার কেন্দ্রে রেখেছে স্যামসাং। চলমান ‘মোবাইল হ্যান্ডসেট’ ক্যাটেগরিতে স্যামসাং ‘সুপারব্র্যান্ড’ অ্যাওয়ার্ড অর্জন করেছিল বছরের শুরুতেই।

আরও পড়ুন

×