ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ফাইল ছবি
আলাউদ্দিন আলাদিন
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩ | ১২:০৫
ইনস্টাগ্রাম নিজেকে ক্রমাগত পরিবর্তন করে চলেছে। বহুমাত্রিক ফিচার উপস্থাপনায় ক্রমাগত সোশ্যাল মিডিয়ার তালিকায় বরাবরই শীর্ষে চলে আসে। ইনস্টাগ্রাম নতুন ফিচার ঘোষণা করেছে। যার মাধ্যমে যে কোনো পোস্ট বা রিল সীমিত সংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করার সুযোগ থাকবে।
যারা নতুন ফিচারটি ব্যবহারে আগ্রহী, তাদের প্রথমে যাচাই করতে হবে অ্যাকাউন্টে ফিচারটি অবমুক্ত কিনা। যার জন্য গ্রাহককে কয়েকটি ধাপে এগোতে হবে। প্রথমে নিজের অ্যাকাউন্ট আপডেট করে নিতে হবে। তারপর সীমিত সংখ্যক বন্ধু বা পরিচিতের তালিকা তৈরি করতে হবে। ইনস্টাগ্রাম লিস্টের সাজেশন ছাড়া অন্য বন্ধুদেরও যোগ করা যেতে পারে।
নতুন রিল বা পোস্ট তৈরি করতে হবে। নির্বাচিত অডিয়েন্স বেছে নিতে হবে। তার পর কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে সেই পোস্ট। তবে বন্ধুদের তালিকাটি যা-ই শেয়ার করা হোক না কেন, অন্যসব ক্ষেত্রে একই থাকবে। ইনস্টাগ্রাম এখনও আলাদাভাবে অন্য পোস্ট বা রিলের জন্য আলাদা।
- বিষয় :
- ইনস্টাগ্রাম