ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডাউন

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ২১:৪৫ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ২২:১৩
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম হঠাৎ লগআউট হয়ে যাচ্ছে। মেটার এই তিন জনপ্রিয় মাধ্যমের ব্যবহারকারীরা আচমকা সমস্যায় পড়েছেন। একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে থ্রেডসেও।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম লগআউট হয়ে যাওয়ার সমস্যার কথা জানান।
ব্যবহারকারীরা জানান, ব্রাউজার ও অ্যাপ থেকে হঠাৎ ফেসবুক, ম্যাসেঞ্জার লগ-আউট হয়ে গেছে। এরপর থেকে আর লগ-ইন করা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স বিভ্রাট ট্র্যাকিং সেবা ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে মেটার এই তিন প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না বলে এক প্রতিবেদনে জানায়।
তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।
ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে কোনো বক্তব্য পায়নি রয়টার্স।
- বিষয় :
- ফেসবুক
- মেসেঞ্জার
- ইনস্টাগ্রাম