ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফ্রিল্যান্স মিটআপ

ফ্রিল্যান্স মিটআপ

ফাইল ছবি

 আইসিটি ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪ | ২৩:৪৬

ময়মনসিংহে ফ্রিল্যান্সার মিটআপ করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা উপায়। ফ্রিল্যান্সাররা নিয়মিত মুখোমুখি হচ্ছেন এমন নানা সমস্যা ও তার সমাধানে উন্মুক্ত আলোচনা হয়। মিটআপে সমস্যা চিহ্নিত করার প্রয়োজনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ফ্রিল্যান্সারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে কীভাবে সক্রিয়ভাবে কাজ করতে পারে, তা ফ্রিল্যান্সারদের জানানো হয়। ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে মিটআপ অনুষ্ঠিত হয়। ওই অঞ্চলের ৭৫ ফ্রিল্যান্সার মিটআপে তাদের সমস্যা ও কার্যকর সমাধানে খোলামেলা আলোচনা করেন।

‘ফ্রিল্যান্সারস কন্ট্রিবিউশন টু বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অ্যান্ড এমএফএস অ্যাজ গ্রোথ ফ্যাসিলিটেটর’ শিরোনামে সভায় ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট-সংক্রান্ত সমস্যা ও কাজের স্বীকৃতি না থাকার সঙ্গে ফ্রিল্যান্সিং বিষয়ের ওপর বিশদ আলোকপাত করা হয়। ফ্রিল্যান্সাররা তাদের সমস্যার কথা বলে সমাধানের ওপর গুরুত্ব দেন। তারা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে ও ফ্রিল্যান্সারদের সহায়তা করার ক্ষেত্রে ব্যাংক ও এমএফএস সেবাতাদাদের ভূমিকা উল্লেখ করেন।

ফ্রিল্যান্সারদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সমাধান দিতে ইউসিবির স্বাধীন অ্যাকাউন্টটি চালু করা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে টাকা পাওয়ার এটি সহজ মাধ্যম। ইউসিবি ও উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড প্রচলন করেছে উপায়।

কার্ডের মাধ্যমে ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রাবিনিময়ে ফান্ড ব্যবহার, মার্চেন্ট পেমেন্ট (অনলাইন ও অফলাইন) ও দেশে-বিদেশে এটিএম সুবিধা পাবেন। তারা পেওনিয়র থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। আবার উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে ন্যূনতম ক্যাশআউট খরচে টাকা তুলতে পারবেন। বিশেষ সব ফিচার ফ্রিল্যান্সারদের জীবনকে স্বাচ্ছন্দ্যদায়ক ও সহজীকরণে সহায়ক।

আরও পড়ুন

×