আউটসোর্সিং প্রশিক্ষণ ও কাজের সুযোগ

বৈশ্বিক আউটসোর্স বাজারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কাজ করবে উদ্যোক্তারা
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৭:১৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫২
বিশ্বের আউটসোর্স বাজারে বাংলাদেশের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তরুণদের প্রশিক্ষণ ও নিয়োগে সহযোগিতার উদ্যোগ নিয়েছে বিডিকলিং। বিশ্বের কয়েকটি দেশ থেকে আইটি বিষয়ক প্রকল্প গ্রহণ ও তার পরিচালনার কাজে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে উদ্যোক্তারা।
দেশের আন্তর্জাতিক আইটি পরিষেবা সেবাদাতা ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসকে (বিবিএস) তাদের কমিউনিকেশন সহযোগী হিসেবে নিয়োগ দিয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠান দুটি সমঝোতা স্মারক সই করেছে।
২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ডের মতো দেশের বিদেশি গ্রাহকের আইটি সেবায় কাজ করছে। ডিজিটাল মার্কেটিং, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন, মোশন গ্রাফিকস ছাড়াও কয়েক ধরনের ব্যবসা সহায়তা প্রদান করছে।
বিডিকলিং আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন বলেন, তরুণ প্রতিভাদের ক্ষমতায়ন ও অর্থনীতিতে তাদের যুক্ত করার উদ্দেশ্য আমাদের যাত্রা শুরু। ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিকসের সঙ্গে অংশীজন হয়ে নতুন কিছু অর্জন করার প্রত্যাশায় নতুন উদ্যোগে কাজ করছি। আমরা আইটি সল্যুশন, প্রকল্প বাস্তবায়ন ছাড়াও দেশি-বিদেশি গ্রাহকের চাহিদা পূরণে ডেটা এন্ট্রি, মোবাইল অ্যাপ্লিকেশন, ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ডেভেলপ পরিষেবা নিয়ে কাজ করছি।
বিডিকলিং আইটির চেয়ারম্যান সাবিনা আক্তার, এইচআর অ্যান্ড অ্যাডমিন হেড ক্যাপ্টেন (অব.) মো. নাহিদ হাসান, পিআর অ্যান্ড মার্কেটিং ম্যানেজার শরীফ আহমেদ ও এইচআর অ্যান্ড অ্যাডমিনের সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত ইসলাম ও বিবিএস নির্বাহী পরিচালক ইশতিয়াক হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আউটসোর্সিং