ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্মার্ট ওলেড টিভি উন্মোচন

স্মার্ট ওলেড টিভি উন্মোচন

বাংলাদেশে ওলেড টিভির উন্মোচন

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:১৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:২৯

সর্বাধুনিক ওলেড প্রযুক্তির স্বচ্ছ ছবি ও বিনোদনে প্রথমবার দেশে ওএলইডি টিভি সিরিজ এস৯৫ডি উন্মোচন করেছে প্রযুক্তি উদ্ভাবক স্যামসাং।

দর্শক চাহিদা পূরণে ৫৫, ৬৫ ও ৭৭ ইঞ্চি– তিনটি অবয়বে সিরিজটি বিনোদনে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। শতভাগ কালার ভলিউম সমৃদ্ধ ওলেড গ্লেয়ার ফ্রি ডিসপ্লে, যা অনাকাঙ্ক্ষিত প্রতিচ্ছবির বদলে ক্রিস্টাল ক্লিয়ার ভিজ্যুয়াল দেবে।

টিভির বৈশিষ্ট্য এনকিউফোর এআই জেন-টু প্রসেসর পাওয়ার্ড বাই ২০ নিউরাল নেটওয়ার্কস, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় যে কোনো ছবিকে ফোরকে ভিজ্যুয়ালের মতো প্রাণবন্ত করে দৃশ্যায়ন করে।

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন বলেন, টিভির জগতে নতুন সিরিজের অংশীজন হয়ে বাংলাদেশে ওলেড টিভি যাত্রা করেছে।

ইনফিনিটি ওয়ান ডিজাইনে নির্মিত টিভিটির ১১.২ মিলিমিটার আলট্রা-স্লিম ফ্ল্যাট প্রোফাইল, স্লিম ওয়ান কানেক্ট বক্স সময়োপযোগী চাহিদা পূরণ করবে। ৭০ ওয়াট (৪.২.২ চ্যানেল) স্পিকার সেটআপের মাধ্যমে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেমে ফলাফল পাওয়া যাবে। অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড প্লাসের (ওটিএস প্লাস) ডায়নামিক, মাল্টিডাইমেনশনাল অডিও শব্দে শ্রুতিমধুরতা বাড়াবে।

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বলেন, বাংলাদেশের মতো পরিবর্তনশীল চাহিদার দেশে গ্রাহকের মধ্যে সব সময়ই আধুনিক আর সেরা সব প্রযুক্তির প্রত্যাশা থাকে। তাদের জীবনযাত্রার অংশ হিসেবে ওলেড টিভি নতুন অভিজ্ঞতার মুখোমুখি করবে।

আরও পড়ুন

×