ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

অ্যাপ নিয়ন্ত্রণ করবেন যেসব কারণে

অ্যাপ নিয়ন্ত্রণ করবেন যেসব কারণে

যেসব কারণে অ্যাপ নিয়ন্ত্রণ প্রয়োজন

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ২১:১৬ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ২১:২৬

স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ এখন। কিন্তু চার্জ হচ্ছে স্মার্ট জীবনের অন্যতম চ্যালেঞ্জ। স্মার্টফোন নির্মাতাই প্রচণ্ড গরম বা ঠান্ডায় হ্যান্ডসেট বুঝে তা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। কারণ, অতিরিক্ত গরম বা ঠান্ডা আবহাওয়ায় ব্যাটারি ধীর গতির হতে পারে।

অপ্টিমাইজেশন কেন প্রয়োজন
স্মার্টফোনের ভেতরেই থাকা এ ফিচার দিয়ে কোন অ্যাপ কতটা ব্যাটারি ব্যবহার করবে, তা নিয়ন্ত্রণ করা যায়। আবার কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে, তা নির্ধারণ করে নিতে পারেন। আর এমন ফিচার অ্যানাবল করার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে গিয়ে ব্যাটারি অপ্টিমাইজেশন নির্বাচন করে নেবেন। উল্লিখিত অপশনটি অ্যানাবল করলে মিলবে সমাধান।

ডিসচার্জ যখন জরুরি
হ্যান্ডসেটের ব্যাটারি কখনই শূন্য শতাংশে নিয়ে যেতে নেই। অন্যদিকে, শতভাগ চার্জ হওয়ার আগেই ডিসচার্জ করে শ্রেয়। ফলে দীর্ঘমেয়াদে ব্যাটারি লাইফের ক্ষতি হতে পারে। ডিভাইসে ২৫ শতাংশ চার্জ থাকলেই ডিভাইস চার্জ দেওয়া উচিত। সব ডিভাইসের জন্য ৯০ শতাংশ চার্জই থাকলে সব ধরনের পরিষেবা পাওয়া সম্ভব।

স্মার্টফোন চার্জের সময় মোবাইল কেস ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হতে পারে। ফলে কমে যেতে পারে ব্যাটারি লাইফ। আর এমন কারণেই চার্জের সময় স্মার্টফোনের কেসটি খুলে রাখার অভ্যাস করা যেতে পারে।

আরও পড়ুন

×