ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গবেষক

গবেষক

লেখককে সমাজ সচেতন হয়ে লিখতে হয়: ইমাম মেহেদী

আমি আমার ভেতরের ক্রোধ থেকে লেখার চেষ্টা করি। যে কথা মুখে বলতে পারি না সে কথা লেখার মাধ্যমে প্রকাশ করি। অন্যায়ের প্রতিবাদ হিসেবে লেখালেখি করি। এছাড়াও সমাজ ও দেশের প্রতি আমার যে দায়বদ্ধতা আছে সেই দায়িত্ব এবং দায়বদ্ধতা থেকে লেখালেখি করি। একজন লেখক একটি সমাজ ও দেশের প্রতিনিধিত্ব করেন। লেখককে সমাজ সচেতন হয়ে লিখতে হয়। লেখক তার লেখার মধ্য দিয়ে আত্মার শান্তি খুঁজে পান। আমাদের এই বাংলাদেশটার অনেক রক্তঝরা ত্যাগের ইতিহাস রয়েছে। লেখককে ভুলে গেলে চলবে না যে, আমরা শহীদের রক্তের বিনিময়ে একটি বাংলাদেশ পেয়েছি। সেই দেশ ও তার ইতিহাসকে লেখার মধ্য দিয়ে তুলে ধরা একজন লেখকের মৌলিক কাজের মধ্যে পড়ে। কথাগুলো বলছিলেন তরুণ লেখক ও গবেষক ইমাম মেহেদী।

আপডেটঃ ২৪ মে ২০২৪ | ২১:০৭
লেখককে সমাজ সচেতন হয়ে লিখতে হয়: ইমাম মেহেদী

সর্বশেষ